‘বাংলায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে’, কর্মসমিতির বৈঠক থেকে তৃণমূলকে তোপ নরেন্দ্র মোদির

বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় থেকেই বাংলায় সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় বিজেপিকে। তৃণমূলের দুষ্কৃতীরা তাদের দলীয় কর্মীদের ওপর অত্যাচার করে চলেছে, এহেন অভিযোগে শাসকদলকে বিদ্ধ করতে থাকে বিজেপি নেতৃত্ব আর এবার বিজেপির জাতীয় কর্মসমিতিতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলাতেও শোনা গেল একই সুর।

প্রধানমন্ত্রীর দাবি, “বাংলার পাশাপাশি দেশে এমন অনেক রাজ্য আছে, যেখানে আমাদের দলীয় কর্মীদের খুন করা হচ্ছে। বাংলায় কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি আমরা।” এক্ষেত্রে অবশ্য মোদিকে পাল্টা দিয়েছে তৃণমূল শিবির। তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “আসলে মোদি ও অমিত শাহ ঘুমানোর আগে মমতা ব্যানার্জির ভূত দেখে চলেছেন। সেই জন্য এই রকম কথা বলছেন।”

এদিন বিজেপির জাতীয় কর্ম সমিতিতে বক্তৃতা দিতে ওঠেন নরেন্দ্র মোদি। সেখানে দলের সকল কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “দেশে এখন অনেক রাজনৈতিক দল রয়েছে, যারা নিজেদের প্রাধান্য দেখিয়ে চলেছে। নিজেদের অস্তিত্ব তলানিতে গিয়ে ঠেকলেও তারা নৈরাজ্য চালাচ্ছে। তবে তারা যে ভুলগুলো করে চলেছে, তা আমাদের করলে চলবে না। আমাদের এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। একইসঙ্গে আমি সকল দলীয় কর্মীদের লড়াইয়ের প্রশংসা করতে চাই। আপনারা লড়াই বজায় রাখুন।” প্রধানমন্ত্রীর পূর্বে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মুখেও বাংলার সন্ত্রাসের কথা উঠে আসে।

লোকসভা নির্বাচনের পূর্বে বাংলা যে বিজেপির বিশেষ নজরে রয়েছে, তা বলাবাহুল্য। লোকসভা ভোটে বাংলা থেকে বিপুল ভোটে জয়ের স্বপ্ন দেখে চলেছে তারা। সেই কারণে বঙ্গ সফর হোক কিংবা দিল্লিতে বসেই হোক না কেন, বাংলা প্রসঙ্গে সাম্প্রতিককালে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছে বিজেপির শীর্ষ নেতাদের। এদিন সেই প্রসঙ্গকে উল্লেখ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এদিন প্রধানমন্ত্রী বাংলার কথা উল্লেখ করেছেন। বাংলায় যেভাবে নৈরাজ্য চলছে, সেই কথা তাঁর গলায় শোনা গিয়েছে। একই সঙ্গে আমাদের কর্মীদেরও প্রশংসা করেন উনি।”

Narendra Modi 8

যদিও বিজেপির এ সকল অভিযোগকে উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের সাংসদ শান্তনু সেন বলেন, “প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে মিলেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেকের ভূত দেখতে শুরু করেছেন। এজেন্সি দিয়ে ভয় দেখালেও আমাদের মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। তাই ভুলভাল বকছে ওরা। যদি আপনাদের সাহস থাকে, তাহলে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড দেখান। তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর