৬ দিনে দ্বিতীয়বার, উইক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে ফের পুতিনের সঙ্গে কথা নরেন্দ্র মোদীরঃ সূত্র

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার ইউক্রেনে রাশিয়ার হামলার সপ্তম দিন। রাজধানী কিয়েভ ও খারকিভসহ বেশ কয়েকটি বড় শহরকে লক্ষ্যবস্তু করেছে পুতিন বাহিনী। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা ও খারকিভে বিমান হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এতে ১৩ জনের মৃত্যুও হয়েছে। স্যাটেলাইট ছবিতে ট্যাঙ্ক, ট্রাক এবং সাঁজোয়া যানবাহনের একটি ৬৪ কিমি দীর্ঘ কনভয় দেখা গিয়েছে।

মনে করা হচ্ছে রাশিয়ার কিয়েভ দখলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এদিকে ইউক্রেন সংকট নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমরা ইউক্রেনকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, তবে আমাদের সেনাবাহিনী ইউক্রেনের যুদ্ধে জড়াবে না। একই সময়ে, রাশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বুধবার পোল্যান্ডে অনুষ্ঠিত হবে। তবে এর সময় দেওয়া হয়নি।

অন্যদিকে, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর হয়েছে ভারতীয় বায়ুসেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ইউক্রেনে আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনার জন্য বিমান বাহিনী তাদের C-17 বিমান পাঠিয়েছে। এই বিমানগুলি অপারেশন গঙ্গার অধীনে যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে ভারতীয় ছাত্র ও বেসামরিক নাগরিকদের ফিরিয়ে আনবে।

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী বিদেশ মন্ত্রককে বলেছিলেন যে, অপারেশন গঙ্গায় বিমানবাহিনীর সাহায্যও নেওয়া উচিত, যাতে ভারতীয়দের প্রত্যাবর্তনের অভিযানকে আরও দ্রুত গতিতে সম্পন্ন হয়। এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বিমান এই কাজে নিয়োজিত ছিল। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীরাও দায়িত্ব নিয়েছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উদ্ধার সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে রোমানিয়ার মলদোভায় ভারতীয় রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন। তিনি পড়ুয়াদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

অন্যদিকে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফের ফোনে কথাবার্তা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। গত ৬ দিনে এই নিয়ে দ্বিতীয়বার পুতিনের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদী।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর