কোচবিহারে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু ১০ শিব ভক্তের, শোক প্রকাশ করে ২ লক্ষ টাকা সাহায্য প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ জল্পেশ মন্দিরে শিবের মাথায় জল ঢালার লক্ষ্যে রওনা দেয় কয়েকজন যুবক। তবে এর মাঝেই ঘটে যায় বিপত্তি। পিকআপ ভ্যানের মধ্যেই বিদ্যুৎপৃষ্ট হয় মারা যায় ১০ জন। কোচবিহারের (Cooch behar) শীতলকুচির এই ঘটনায় শোকস্তব্ধ গোটা বাংলা। এমনকি এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পক্ষ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী জানান, “কোচবিহারের ঘটনায় আমি মর্মাহত। আশা করছি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। মৃতদের পরিবার পিছু সকলকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের পরিবারদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।”

গত রবিবার কোচবিহারের শীতলকুচি থেকে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় কয়েকজন পূণ্যার্থী। পিকআপ ভ্যানে করে যাওয়ার সময় বাজানো হয় ডিজে। তবে পরবর্তী সময় যে এক ভয়ঙ্কর দুর্ঘটনা অপেক্ষা করে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তারা। উল্লেখ্য, গাড়ির মধ্যে জেনারেটরের সাহায্যে ডিজে চালানো হচ্ছিল বলে জানা গিয়েছে।

এর পরই চ্যাংরাবান্ধারের কাছে আচমকা কয়েকজনের চিৎকার শুনতে পেয়ে গাড়ি থামান চালক। সেই মুহূর্তে বিদ্যুৎপৃষ্ট হয় গাড়ির ভেতরই অনেকে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। বাকি ১৬ জনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। খবরটি জানাজানি হওয়ার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

গতকাল আহতদের সঙ্গে দেখা করতে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার কিছু আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা করা হয়েছে। এদিন পুনরায় একবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন অরূপ বিশ্বাস।  ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করা হয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর