ভিলেন বানানো হয়েছে মোগলদের, আকবর ভাল মানুষ ছিলেন, দাবি নাসিরুদ্দিনের

বাংলাহান্ট ডেস্ক: ‘তাজ: ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে অভিনয় করার দৌলতে মোগলদের নিয়ে একের পর এক মন্তব্য করে চলেছেন নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। মোগলদের শত্রু হিসাবে, খলনায়ক হিসাবে দেখানো হয়েছে, পাঠ্যবইতে মোগল সম্রাটদের নিয়ে অনেক ভুল তথ্য রয়েছে বলে দাবি করেছেন প্রবীণ অভিনেতা। এবার মোগলদের গুণগান করে ব্রিটিশদের কাঠগড়ায় তুললেন তিনি।

সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজে সম্রাট আকবরের ভূমিকায় দেখা যাচ্ছে নাসিরুদ্দিন শাহকে। এই চরিত্রে অভিনয় করার জন্য বেশ গবেষণা করতে হয়েছে তাঁকে। আর আকবরকে নিয়ে বিভিন্ন তথ্য ঘাঁটাঘাঁটি করতে গিয়েই বেশ কিছু অজানা তথ্য এসেছে অভিনেতার সামনে। বিভিন্ন সাক্ষাৎকারে সেসব ফাঁস করেছেন নাসিরুদ্দিন।

naseeruddin

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো শাসকই সম্পূর্ণ রূপে ভাল ছিলেন না। কিন্তু কয়েকজন খারাপ বলেই যে সব মুসলিম শাসক খারাপ হবে এর কোনো মানে নেই। উদাহরণস্বরূপ নাসিরুদ্দিন বলেন, তৈমুর, নাদির শাহরা মুসলিম ছিলেন বলে মোগলদেরও তাঁদের মতো ভাবা হয়। কিন্তু ওই শাসকরা লুঠতরাজ করেছেন, মোগলরা তা করেননি।

নাসিরুদ্দিনের দাবি, মোগলরা এদেশে এসে পাকাপাকি ভাবে বাস করতে চেয়েছিল। লুঠ করার ইচ্ছা তাদের ছিল না। অভিনেতা বলেন, ভারতকে সমৃদ্ধ করেছে মোগলরা। ভারতের অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করে দিয়ে গিয়েছে তারা। বরং নাসিরুদ্দিনের বক্তব্য, ব্রিটিশরাই ছিল আসল লুটেরা। স্কুলের পাঠ্যবইতে ব্রিটিশ এবং ব্রিটিশ পরবর্তী অধ্যায়কে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু নাসিরুদ্দিনের মতে, গুপ্ত, মৌর্য্য সাম্রাজ্য সম্পর্কে আরো বেশি তথ্য থাকা উচিত ইতিহাস বইয়ে।

কিছুদিন আগেই নাসিরুদ্দিন বলেছিলেন, সম্রাট আকবর সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে পাঠ্যবইতে। তিনি দিন-এ-ইলাহি নামে কোনো নতুন ধর্ম প্রবর্তন করার পরিকল্পনা ছিল না তাঁর। এবার নাসিরুদ্দিন বললেন, আকবর ভাল মানুষ ছিলেন। সব ধর্মকে শ্রদ্ধা করতেন তিনি।

অভিনেতার কথায়, আকবর সুফিদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। পাশাপাশি বৌদ্ধ এবং জৈন উপাসকদের সংস্পর্শেও এসেছিলেন তিনি। নাসিরুদ্দিন বলেন, সম্রাট আকবর প্রকৃত অর্থেই একজন মানুষের মতো মানুষ ছিলেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর