তোলা হত ১২৫ ফুট পতাকা, রাতের অন্ধকারে চুরি গেল দড়ি! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ আজ ১৫ ই আগস্ট দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গোটা দেশজুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ দিনটিকে উল্লেখযোগ্য করে রাখার জন্য গতকাল থেকেই একাধিক অনুষ্ঠানে মেতে ওঠে গোটা দেশবাসী। তবে সেই দিনেও বাদ গেল না রাজনৈতিক বিতর্ক। এদিন সকাল হতেই নিউটাউন (New Town) বাস স্ট্যান্ড থেকে বিজেপির ১২৫ ফুটের পতাকার দড়ি চুরি হওয়ার অভিযোগ সামনে আসে। এর পরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে বিজেপির (BJP) তরফ থেকে অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দিকে। যদিও এখনো পর্যন্ত শাসক দলের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন নিউটাউন বাস স্ট্যান্ড এলাকায় বিজেপির তরফ থেকে ভারত মাতার পুজোর পাশাপাশি ১২৫ ফুটের বিশাল পতাকা তোলার কথা থাকলেও অভিযোগ, গতকাল রাতে অন্ধকারের সুযোগ নিয়ে পতাকার দড়ি চুরি করা হয়। বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকেই ছুড়ে দেওয়া হয়েছে। এদিন ঘটনাস্থলে এসে পৌঁছান বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “নিউটাউন বাস স্ট্যান্ড এলাকায় যে ঘটনাটি ঘটেছে, সেটি আমাদের দেশ এবং জাতীয় পতাকার জন্য অসম্মানের। সম্প্রতি, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘তুই’ বলে সম্বোধন করেন। উনি বলেছিলেন যে, তোর থেকে কি শিখতে হবে যে কিভাবে দেশের পতাকা উত্তোলন করব। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে, প্রধানমন্ত্রী তথা আমাদের দলের কাছ থেকে আগে জাতীয় পতাকাকে সম্মান করতে শিখুন।”

পতাকার দড়ি চুরি হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “রাতে অন্ধকারের সুযোগ নিয়ে চুরি করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। ওরা বর্তমানে যা খুশি, তাই করছে।” পরবর্তীতে এলাকায় এসে পৌঁছান বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি জানান, “আপাতত ছোট পতাকা উত্তোলন করে অনুষ্ঠান সম্পন্ন করা হবে। আমরা এই ঘটনা প্রসঙ্গে পুলিশের কাছে অভিযোগ জানাবো।” এ ঘটনায় আপাতত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে বর্তমানে একাধিক দুর্নীতি মামলাকে কেন্দ্র করে যেভাবে শাসক এবং বিরোধীদের মধ্যে মতানৈক্য চরমে উঠেছে, তাতে নিউটাউনের ঘটনাটি বিতর্ক বৃদ্ধি করবে বলে মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর