মাটি খুঁড়তেই খোঁজ মিলল প্রাকৃতিক গ্যাসের! পশ্চিমবঙ্গের বুকে বড়সড় সাফল্য পেল ONGC

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে ফের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বড়সড় সাফল্য পেল ONGC (Oil and Natural Gas Corporation)। জানা গিয়েছে, এবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের দৌলতপুরের দ্বিতীয় কেন্দ্র থেকে সফলভাবে উত্তোলন করা সম্ভব হয়েছে খনিজ গ্যাসের। আর যা নিঃসন্দেহে এক বড় সাফল্য। এদিকে, মাটির নিচ থেকে ক্রমশ বেরিয়ে আসা গ্যাসের মাধ্যমে আগুনের এই শিখা দেখে খুশি হয়েছেন সংশ্লিষ্ট কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।

তারপর থেকেই ONGC-র দৌলতপুরের ওই কেন্দ্রে ভিড় জমাচ্ছেন উৎসাহী সাধারণ মানুষেরা। এদিকে, ONGC সূত্রে জানা গিয়েছে যে, মাটির প্রায় ২,৭০০ মিটার নিচ থেকে এই গ্যাস উত্তোলিত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অশোকনগর এলাকার বিভিন্ন জায়গায় মাটির নিচে থাকা জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান করছে ONGC। পাশাপাশি, সেখানে খোঁজও মিলেছে এগুলির।

মূলত, গত কয়েক বছর আগে সেখানকার বাইগাছিতে প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। তারপর থেকেই সমগ্ৰ অশোকনগর জুড়ে চলে সংশ্লিষ্ট সন্ধানের কাজ। এমতাবস্থায়, বাইগাছির পরে এবার সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দৌলতপুর এলাকায় মোট ১৫ বিঘা জায়গার উপর তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের দ্বিতীয় ইউনিটটি চালু হয়।

WhatsApp Image 2022 07 10 at 3.33.52 PM

শুধু তাই নয়, ONGC কর্তৃক এই প্রকল্পটির কারণে প্রচুর কর্মীর প্রয়োজন হবে বলে জানানো হয়েছিল। এমতাবস্থায়, স্থানীয় বিধায়ক নারায়ন গোস্বামী ও এই প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকা থেকেই কর্মীদের ওই কাজে নেওয়া হবে বলে জানিয়েছিলেন। যার ফলে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের বিপুল ভান্ডারের পাশাপাশি, ONGC-র এই কর্মকান্ডে সমগ্ৰ অশোকনগর জুড়ে প্রচুর কর্মসংস্থান হবে বলে মনে করছেন বাসিন্দারা। এছাড়াও, অশোকনগরে ফের খনিজ সম্পদের সন্ধান মেলায় স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দা সহ সমগ্ৰ জেলার মানুষ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর