দেশে ফিরতেই হকি প্লেয়ারদের সম্মানিত করলেন নবীন পট্টনায়ক, দিলেন বিশেষ উপহার

বাংলা হান্ট ডেস্কঃ অলিম্পিকে দুর্দান্ত প্রদর্শন করে ভারতীয় হকিকে সূর্যোদয়ের দেশে এক নতুন পুনর্জীবন দিয়েছে ভারতীয় মহিলা ও পুরুষ দল। একদিকে যেমন ৪১ বছর বাদে দল জয় করেছে ব্রোঞ্জ পদক, তেমনি অন্যদিকে চতুর্থ স্থানে শেষ করেছেন রানী রামপালরা। সেমিফাইনাল জিততে না পারলেও ব্রোঞ্জ পদক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে ভারতীয় পুরুষ দল। অন্যদিকে গ্রেট ব্রিটেনের সামনে চূড়ান্ত লড়াই করলেও পরাজয় স্বীকার করে নিতে হয়েছে রাণীদের।

ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দলের এই দুর্দান্ত উত্থানের পিছনে রয়ে গিয়েছেন যে মানুষটি তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ২০১৮ সালে ভারতীয় মহিলা এবং পুরুষ হকি দলের স্পন্সরশিপ ছেড়ে দেয় সাহারা। সকলেই যখন ক্রিকেট এবং অন্যান্য খেলা নিয়ে ব্যস্ত প্রাক্তন হকি খেলোয়াড় নবীন বাজি ধরেন এই তরুণ তরুণীদের উপর। প্রতিবছর দুটি দলের ওপর দেড়শ কোটি টাকা খরচা করেছিলেন তিনি। তার এই পাশে দাঁড়ানোর যথাযোগ্য মান রেখেছেন খেলোয়াড়রাও। টোকিওতে তাদের প্রদর্শন মন জয় করে নিয়েছে গোটা ভারতের।

এখন এই কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করছেন সকলেই। এবারও এগিয়ে এলেন নবীন। পুরস্কৃত করলেন ভারতীয় পুরুষ দলের ওড়িয়া সদস্য অমিত রুহিদাস এবং বীরেন্দ্র লাকড়াকে। এদিন তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় আড়াই কোটি টাকা এবং অফার করা হয় ডিসিপির চাকরি। অন্যদিকে মহিলা দলের দুই সদস্য দীপ গ্রেস ইকা এবং নমিতা টপ্পোকেও পুরস্কৃত করলেন নবীন। ৫০ লক্ষ টাকা করে অর্থ পুরস্কার তুলে দেওয়া হলো তাদের হাতে।IMG 20210805 193343

নিজে একসময় হকির গোলকিপার ছিলেন নবীন পট্টনায়ক। অলিম্পিকে দুই দলের খেলা মন দিয়ে দেখেছিলেন তিনি। এমনকি ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ জয়ের পর উঠে দাঁড়িয়ে হাততালিও বাজাতে দেখা যায় তাকে। পরবর্তী ক্ষেত্রে, তার এই সহায়তার কথা উল্লেখ করেছেন দুই দলের অধিনায়কও।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর