একবার শ‍্যামা একবার উমা, নীলের কাণ্ড দেখে জ্বলছেন প্রথম নায়িকা

   

বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি নতুন সিরিয়াল ‘উমা’তে যোগ দিয়েছেন নীল ভট্টাচার্য্য (neel bhattacharya)। একই সঙ্গে দু দুটি সিরিয়ালে লিড চরিত্রে রয়েছেন তিনি। ক্রিকেটপ্রেমী এক মেয়ের কাহিনি নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল। তবে চিত্রনাট‍্যের থেকেও বেশি নতুন সিরিয়ালের নায়ককে নিয়ে উত্তেজনা রয়েছে নেটিজেনদের মনে। কৃষ্ণকলিতে (krishnakali) তিনি নিখিল হলেও উমার কাছে তিনি অভিমন‍্যু।

নতুন সিরিয়ালেও তিনি একই রকম রোম‍্যান্টিক। তবে উমাকে সময় দিতে গিয়ে শ‍্যামাকে প্রায় ভুলতেই বসেছেন নীল। কৃষ্ণকলিতে তাঁর দেখা পাওয়া দুষ্কর। আর সেই কারণেই ক্ষেপেছেন অভিনেতার প্রথম নায়িকা। তিনি তিয়াশা রায় (tiyasha roy) ওরফে কৃষ্ণকলির শ‍্যামা। ছোটকত্তা তাকে ছেড়ে এখন অভিমন‍্যু হয়ে মজেছেন উমার প্রেমে। রাগ হওয়াই স্বাভাবিক।

Krishnakoli 2020 10 07T164605.557
আর সেটারই প্রতিফলন দেখা গেল তিয়াশার নতুন রিল ভিডিওতে। আপাতত কৃষ্ণকলিতে দেখানো হচ্ছে হারানো ছেলেকে খুঁজতে বেনারসে গিয়েছেন শ‍্যামা। সেখানেই ফের দেখা পাওয়ার কথা নিখিলের। আর বলতে না বলতেই নিজের রিলে ছোটকত্তাকে নিয়ে হাজির শ‍্যামা। তবে নিখিলের উপরে বেশ অভিমানীই দেখা গেল তাকে।

বেনারসের ঘাটে নিখিল শ‍্যামার খুনসুটি এখন নেটপাড়ায় ভাইরাল। ‘রাধা ক‍্যায়সে না জ্বলে’র সুরে ভিডিও শুট করেছেন তাঁরা। তবে প্রথমে নিখিলের উপর রেগে থাকলেও শেষে মিটমাট হয়ে গিয়েছে দুজনের। নীলকে অনেকদিন পর কৃষ্ণকলিতে দেখে খুশি দর্শকরাও। ভিডিওটি তিয়াশাও শেয়ার করেছেন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে।

https://www.instagram.com/reel/CUAEGA4pCwi/?utm_medium=copy_link

উমার শুটিংয়ের জন‍্য বেশ কিছুদিন কৃষ্ণকলি থেকে বিরতি নিয়েছিলেন নীল। এতে দর্শকরা বেশ ক্ষুব্ধই হয়েছিলেন। এমনকি নীল না থাকায় কৃষ্ণকলি একঘেয়ে হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেছিলেন তারা। তবে নীল আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই নতুন চমক নিয়ে কৃষ্ণকলিতে ফিরবেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর