T-20 বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হবে না এই তারকা বোলারের, দাবি আশীষ নেহেরার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃষ্টির কারণে চিন্নাস্বামীতে খেলা যায়নি দক্ষিণ আফ্রিকা বনাম ভারত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে নিউ দিল্লি এবং কটকের জয় পেয়েছিল তেম্বা বাভূমার দল। কিন্তু তারপর রাজকোট এবং ভাইজাগে পরপর দুটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। শেষ ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় আফসোস করেছেন অনেকেই। তবে এই চারটে ম্যাচের মধ্যেই একটি রেকর্ড করে ফেলেছেন একজন ভারতীয় তারকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ বাদ দিলে বাকি তিনটি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার। এই মুহূর্তে ভারতীয় দলের তিন ফরম্যাটেই প্রধান প্রেসার হলেন যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামি। কিন্তু দু’জনকেই এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল যার ফলে ভারতকে যে বিপত্তিতে পড়তে হয়নি তেমন নয়। কিন্তু তাদের অনুপস্থিতিতে সিনিয়র বোলারের ভূমিকা একদম যথাযথভাবে পালন করেছেন ভুবনেশ্বর কুমার। চারটি ম্যাচে তিনি মোট ৬ উইকেট নিয়েছেন। আরে দুর্দান্ত পারফরম্যান্স এর পুরস্কার স্বরূপ তাকে সিরিজের সেরা ক্রিকেটার ঘোষণা করা হয়েছে।

bhuvneshwar team india

আর ঠিক এখানেই গড়ে উঠেছে একটি নতুন রেকর্ড। প্রথম ভারতীয় বোলার হিসেবে দুটি শ্রেণীতে ম্যান অব দ্যা সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করেছেন ভুবনেশ্বর। এর আগে 2008 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্যা সিরিজ হয়েছিলেন ভুবি। তার চার বছর পরে একই প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বের ম্যান অব দ্যা সিরিজ হলেন তিনি।

কিন্তু এহেন পারফরম্যান্সের পরও আশীষ নেহেরা মনে করেন না বিশ্বকাপের ভারতীয় দলের অংশ হতে চলেছেন ভুবনেশ্বর কুমার। সদ্যসমাপ্ত আইপিএলে গুজরাট টাইটান্স দলের কোচ ছিলেন আশীষ। তিনি মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ভুবনেশ্বর কুমার হয়তো স্কোয়াডে জায়গা পেলেও মূল একাদশে তার জায়গা না পাওয়া টাই স্বাভাবিক। মূল স্কোয়াডেও যে ভুবির জায়গা হবে তা তিনি জোর দিয়ে বলতে পারছেন না। তার মতে মোট চারজন ফাস্ট বোলারকে বিশ্বকাপের জন্য বাছাই করা হবে এবং হার্দিক পান্ডিয়া পঞ্চম পেসারের বিকল্প হিসেবে কাজ করবেন। আর এই মুহূর্তে ভারতীয় দলে এমন অনেক পেশার রয়েছেন যারা ভুবনেশ্বর কুমার এর চেয়ে বয়সে তরুণ এবং ফিটনেস এর দিক দিয়ে এগিয়ে। তাই তার মতে ভুবনেশ্বর কুমার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকছেন না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর