বলিউড নাকি কপিউড! রণবীর-আলিয়ার ‘কেশরিয়া’ও টুকে বানানো, হাতেনাতে ধরল নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: নতুন নতুন গান মুক্তি পাচ্ছে আর সেই সঙ্গে ধরা পড়ছে বলিউডের (Bollywood) চুরি। অনেক বছর ধরেই গান, ছবির ভাবনা, সুর নকল করে আসছে হিন্দি ইন্ডাস্ট্রি। আগে তেমন ধরা না পড়লেও এখন একটুও মিল পাওয়া গেলেই রে রে করে ওঠে নেটিজেনরা। সোশ‍্যাল মিডিয়ার যুগে চুরি করে পার পাওয়া সহজ নয়। রেহাই পেল না রণবীর (Ranbir Kapoor) আলিয়ার (Alia Bhatt) ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmastra) নতুন গান ‘কেশরিয়া’ও (Kesariya)।

সদ‍্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই গান। রণবীর আলিয়ার বিয়ের আগেই ছোট করে গানের ঝলক প্রকাশ‍্যে এনেছিলেন পরিচালক অয়ন মুখোপাধ‍্যায়। গতকাল মুক্তি পেয়েছে সম্পূর্ণ গানটি। আর পুরো গানটা শুনেই ভ্রু কুঁচকেছেন নেটনাগরিকরা। গানের সুর বড্ড চেনা চেনা ঠেকছে!

KesariyaBrahmastra1657963816606
খোঁজ করতেই ফাঁস হয়ে গেল বড়সড় গণ্ডগোল। নতুন মুক্তিপ্রাপ্ত ‘কেশরিয়া’র সঙ্গে বহু পুরনো মিউজিক ভিডিও ‘লারি ছুটি’র (Laree Chooti) অদ্ভূত মিল। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল মিউজিক ভিডিওটি। সেখানে দেখা গিয়েছিল অভয় দেওল এবং নেহা ধুপিয়া। গানটির কথা এবং সুরের জন‍্য ব‍্যাপক জনপ্রিয় হয়েছিল মিউজিক ভিডিওটি।

এখন ‘কেশরিয়া’র সুরের সঙ্গেও ‘লারি ছুটি’র মিল পাচ্ছেন নেটিজেনদের একটা বড় অংশ। আর সেই মিল এতটাই বেশি যা উপেক্ষাও করা সম্ভব নয়। বলা বাহুল‍্য, গতকাল ‘বছরের সেরা প্রেমের গান’ বলে যে ‘কেশরিয়া’ ভাইরাল হচ্ছিল, আজ তাকেই চোর অপবাদ শুনতে হচ্ছে।

ট্রোলারদের কার্যত পোয়াবারো। একজন লিখেছেন, সঙ্গীত পরিচালক তো প্রীতম। এটুকু নকল তো হবেই। আবার কারোর মতে, কেশরিয়া নিয়ে যতটা উন্মাদনা তৈরি করা হয়েছিল, গানটা মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে তার কিছুই তেমন নেই। আরেকজন কটাক্ষ করেছেন, আগে অন‍্য দেশের বা অন‍্য ভাষার গান নকল করা হত। আর এখন বলিউড নিজেদেরই গান চুরি করছে।

প্রসঙ্গত, ‘রালিয়া’ ভক্তদের কাছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই ছবির শুটিংয়ের সময়েই একে অপরের প্রেমে পড়েছিলেন রণবীর আলিয়া। দুজনে বিয়ে করে প্রথম সন্তানের বাবা মা-ও হতে চললেন। ব্রহ্মাস্ত্রতেই প্রথমবার অনস্ক্রিন জুটি হিসাবে দেখা যাবে রণবীর আলিয়াকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর