শিক্ষিত হয়েও মুখে ঘোমটা কেন ? নেটিজেনদের আক্রমনের জবরদস্ত জবাব দিলেন রাজপুত অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের মোহেনা কুমারী সিংকে অনেকেই চেনেন। টেলিভিশন জগতের বেশ পরিচিত মুখ তিনি। কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। ২০১৮র অক্টোবর মাসে সুরেশ রাওয়াতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই বিয়ের ছবি। বিয়ের অনুষ্ঠান চলাকালীন ঘোমটায় পুরো মুখ ঢাকা ছিল মোহেনার। এই নিয়েই এবার নেটিজেনদের আক্রমণের মুখে পড়লেন অভিনেত্রী।

226841 7121816326249540508811265698899247328655161n

226825 article 2020126041021850000

এই যুগেও ঘোমটায় মুখ ঢাকা কেন? এই প্রশ্ন তুলে মোহেনাকে কাঠগড়ায় দাঁড় করায় নেটজনতা। তাঁর শিক্ষা তুলে কথা বলতেও ছাড়েননি অনেকে। একজন মন্তব্য করেন, “এই ধরনের মানুষরা তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজের তৈরি করা নিয়মে চলেন। শিক্ষাও এদেপ মস্তিষ্ক বিকাশ করতে অক্ষম”। অবশ্য মোহেনাও চুপ করে বসে থাকার পাত্রী নন। ওই ব্যক্তিকে পাল্টা জবাব দিয়ে তিনি লেখেন, “খ্রিস্টান ও মুসলিম মেয়েরাও বিয়ের সময় রীতি মেনে ওড়নায় মুখ ঢাকেন। তাঁরাও কি সবাই অশিক্ষিত? এটা রাজপুত বিবাহের বহু পুরোনো একটা রীতি। রাজপুত মেয়েরা বিয়ের সময় এটা মেনে চলে। আমার ওপর এই নিয়মটা চাপিয়ে দেওয়া হয়নি। আমি নিজেই এটা মানব বলে ঠিক করেছি।“

226842 71101177355860565157327700470121887713809n

https://www.instagram.com/p/B6450J7HWza/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B645t97H8mE/?utm_source=ig_web_copy_link

মোহেনা আরও লেখেন, “এভাবেই ভুল বোঝাবুঝি শুরু হয়। একজন আমাকে বললেন, রাজপুত মেয়েরা বিয়ের সময় ঘোমটায় মুখ ঢাকে বলে তারা অশিক্ষিত। আমি তখন বলেছি যে খ্রিস্টান ও মুসলিম মেয়েরাও বিয়ের সময় ওড়নায় মুখ ঢাকেন। তাহলে শুধুমাত্র রাজপুত মেয়েদেরই নিয়ম মানার জন্য অশিক্ষিত কেন বলা হচ্ছে?”

https://www.instagram.com/p/B6465hAHtNs/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B647HwynKS1/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6xjau4HnDv/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, গত অক্টোবরে বিয়ে সেরে ফেললেও তখন কোনও ছবি প্রকাশ্য আনেননি মোহেনা। তিনি জানিয়েছেন রাওয়াত রাজপরিবারে বিয়ে হয়েছে তাঁর। বিয়ের পর রেওয়া থেকে রাওয়াত হয়েছেন তিনি। মোহেনার বিয়ের লেহেঙ্গা ডিজাইন করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর