এখনই হন সতর্ক! ট্রেনের এই কোচে ভুলেও করবেন না যাতায়াত, নাহলেই হতে পারে জেল

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের জন্য নিশ্চিন্তে ভরসা করেন রেলপথকে (Indian Railways)। আর সেই কারণেই দেশের গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল ট্রেন (Train)। কাছের কোনো গন্তব্য হোক কিংবা দূরের কোনো সফর, প্রতিটি ক্ষেত্রেই ট্রেনের জুড়ি মেলা ভার। এমতাবস্থায়, ভারতীয় রেলকে দেশের “লাইফলাইন”-ও বলা হয়।

এদিকে, দেশের অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমাণও অনেকটাই কম। আর সেই কারণেই দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে ট্রেনের যাত্রী সংখ্যা। তবে, ট্রেনে সফরের ক্ষেত্রে যাত্রীদেরকে কিছু নিয়মও মেনে চলতে হয়। এমনকি, ওই নিয়মগুলি সঠিকভাবে পালন না করলে হতে পারে বড়সড় শাস্তিও।

মূলত, ট্রেনে আমরা সবাই যাতায়াত করলেও আপনি কি জানেন ট্রেনের এমন একটি বগি রয়েছে যেটিতে ভুল করেও সফর করা একদমই উচিত নয়। এমনকি, এই ভুলের কারণে আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে। বর্তমান প্ৰতিবেদনে আমরা এই প্রসঙ্গটি বিস্তারিতভাবে উপস্থাপিত করছি।

এই কোচে ভুলেও করবেন না যাতায়াত: এমনিতেই আমরা জানি যে, ট্রেনে এসি, নন-এসি, স্লিপার ক্লাস সহ বিভিন্ন ধরণের কোচ থাকে। যেগুলিতে সহজেই সফর করতে পারেন যাত্রীরা। কিন্তু, ট্রেনে আরও একটি কোচ থাকে যেটির নাম হল প্যান্ট্রি কার (Pantry Car)। এটি হল ট্রেনের “রান্নাঘর”। এমতাবস্থায়, কোনো ব্যক্তিকে ট্রেনের প্যান্ট্রি কারে ভ্রমণ করতে দেখা গেলে তাঁর জরিমানা ও কারাদণ্ড হতে পারে।

pantry car

শুধু এই কারণে আপনি যেতে পারেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রেলওয়ের নিয়ম অনুযায়ী কোনো যাত্রী ট্রেনের প্যান্ট্রি কারে ভ্রমণ করতে পারেন না। পাশাপাশি, ওই কোচে সফরকালে কেউ যদি ধরা পড়েন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নিয়ম রয়েছে। যদিও, গরম দুধ বা জলের মতো বিশেষ কোনো অর্ডারের জন্য প্যান্ট্রি কারে যাওয়া যেতে পারে। তবে, এতে ভ্রমণ করা একেবারেই নিষিদ্ধ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর