করমণ্ডলের পর বড়সড় দুর্ঘটনার মুখে রাজধাানী এক্সপ্রেস!

বাংলা হান্ট ডেস্কঃ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ( Odisha train accident ) ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। এরই মধ্যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস ( Rajdhani Express)। তড়িঘড়ি ব্রেক কষে দুর্ঘটনা এড়াল এই এক্সপ্রেস ট্রেন।

কি ঘটেছিল? মঙ্গলবার সন্ধ্যায় নয়া দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (ট্রেন নং 22812) ঝাড়খণ্ডের সানথালডিহ রেলওয়ে ক্রসিংয়ের কাছে একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হয়। রেল গেট ও লাইনের মাঝে ছিল একটি ট্র্যাক্টর। আর ঠিক সেই সময়ই ওই লাইন ধরে পার হওয়ার কথা ছিল রাজধানী এক্সপ্রেসের।

গতকাল এই ঘটনাটি ঘটে ভোজুডিহ রেলওয়ে স্টেশনের কাছে সাঁথলডিহ রেল ক্রসিংয়ে। জানা গিয়েছে, ওই ট্রাক্টরটি রেলওয়ে ট্র্যাক এবং গেটের মধ্যে আটকে ছিল। তখনই ভাগ্যক্রমে ট্রেনটি পেরোনার সময় ট্রাক্টরটিকে দেখে ব্রেক চেপে থামিয়ে দেয়। একটু হলেই ঘটে যেত ভয়াবহ দুর্ঘটনা।

এই বিষয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের জানিয়েছেন ডিআরএম মনীশ কুমার সংবাদসংস্থা পিটিআইকে (PTI) জানিয়েছেন, “বোকারো জেলার ভোজুডিহ রেলওয়ে স্টেশনের সানথালডিহ রেল ক্রসিংয়ে একটি ট্র্যাক্টর রেল গেটে ধাক্কা মারার পর আটকে পড়ে। তবে, ট্রেনের চালক দূর থেকে সেটিকে দেখতে পেয়ে তড়িঘড়ি ব্রেক কষেন এবং ট্রেন থামিয়ে দেওয়া হয়, যে কোনও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।”

আর কি জানা যাচ্ছে? স্থানীয় সূত্রে খবর, ট্রেন আসার খবরে সেখানের কর্মরত গেট ম্যান গেট ফেলতে দেরি করেন, ততক্ষণে একটি ট্রাক্টর এসে পৌঁছায়। অন্যদিকে ট্রেনটিও এসে যায়। বিপদ বুঝে ট্রাক্টর চালক কোনও রকমে গাড়ি রেখে পালিয়ে যায়।

rajdhani

বিকেল ৪.৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ভোজুডিহ স্টেশনের আধিকারিকর। ডাকা হয় আরপিএফকেও। পরে বহু চেষ্টার পর ট্রাক্টরটিকে সরানো সম্ভব হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৫.২৭ মিনিটে ট্রেনটি ভুবনেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এই বিষয়ে আদ্রা মণ্ডলের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে, গেটম্যানের অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর