মহাকুম্ভে যাওয়ার জন্য তুমুল হুড়োহুড়ি! দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, শোকপ্রকাশ মোদির

বাংলা হান্ট ডেস্কঃ কুম্ভমেলাকে কেন্দ্র করে ঘটে গেল আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। এবার ঘটনাস্থল রাজধানী দিল্লি। কুম্ভমেলায় যাওয়ার জন্য শনিবার নয়াদিল্লি রেলস্টেশনে (New Delhi Station) উপচে পড়েছিল ভিড়। আর সেই ভিড়ের চাপেই নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৮ জনের। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে ১০ জন মহিলা, ৩ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এখনও পর্যন্ত পাওয়া খবর আনুযায়ী লোকনায়ক জয়প্রকাশ (LNJP) হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

নয়াদিল্লি রেলস্টেশনে (New Delhi Station) পদপিষ্ঠ হয়ে মৃত ১৮

শনিবারের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই এই ঘটনার জন্য উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। আহতদের দেখতে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে গিয়েছিলেন দিল্লির কেয়ারটেকার মুখ্যমন্ত্রী অতিশী। হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হাসপাতালে আমাদের দলের দুই বিধায়ক রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি, নিহতদের পরিবারের কোনও সাহায্যের প্রয়োজন হলে ওই দুই বিধায়ককে যেন অবিলম্বে জানানো হয়।’

ঠিক কি ঘটেছিল?

শনিবার কুম্ভমেলা যাওয়ার জন্য নয়াদিল্লি রেলস্টেশনে (New Delhi Station) ভিড় উপচে পড়েছিল পুণ্যার্থীদের। জানা যায় মেলায় যাওয়ার দুটি ট্রেন দেরি করে। এই কারণেই ১৪ ও ১৫ নম্বরে প্লাটফর্মে  অতিরিক্ত ভিড়ের চাপে দমবন্ধকর পরিস্থিতি তৈরী হয়। ওই ভিড়ের মধ্যেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ সূত্রে খবর, ১৪ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়েছিল। সেখানে ব্যাপক ভিড় ছিল। এছাড়া স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস, এই দুটি ট্রেনও লেট ছিল। এই ট্রেন দুটিও যায় প্রয়াগরাজের উপর দিয়ে। এরফলে দুই ট্রেনের যাত্রীরাও ১২,১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সেইসময়ই মুহূর্তের মধ্যে ঘটে যায় এই ভয়ঙ্কর পদপিষ্টের ঘটনা। জানা যাচ্ছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামমনোহর লোহিয়া হাসপাতাল ও মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: মেয়রকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল! ড্যামেজ কন্ট্রোলে কুণাল, বললেন, দ্রুত সমস্যা না মেটালে…

দিল্লির এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘নয়াদিল্লি রেলস্টেশনে (New Delhi Station) পদপিষ্টের ঘটনায় গভীরভাবে ব্যথিত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করছি।’ একইসাথে প্রধানমন্ত্রী এদিন জানালেন সরকারি আধিকারিকরা এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করছে।

New Delhi Station

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। পদপিষ্ঠের ঘটনার পর রেলমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর