লাগবে না পেট্রোল-ডিজেল, বিভিন্ন পার্টস দিয়ে ইলেকট্রিক গাড়ি আবিষ্কার মেদিনীপুরের কাঠমিস্ত্রির! দেখে অবাক সবাই

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, ইচ্ছে থাকলেই উপায় হয়! কাঠমিস্ত্রি হয়েও মেদিনীপুরের এক ব্যক্তি এমন গাড়ি বানালেন যেটা রাস্তা দিয়ে গেলেই সবাই হাঁ করে দেখে। বেশ অন্যরকম দেখতে সাজানো গোছানো এই ইলেকট্রিক চালিত গাড়ি (Electric Car) ইতিমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছে। জানা গিয়েছে, বিভিন্ন ধরনের গাড়ির পার্টস্ দিয়ে তৈরী করা এই অভিনব গাড়িটি বানিয়েছেন বছর চৌষট্টির সেরাফত আলি।

সূত্রের খবর, মেদিনীপুর (Midnapore) শহরের ২২ নম্বর ওয়ার্ড আকড়শা নগর এলাকার বাসিন্দা সেরাফত আলি। স্ত্রী ও দুই পুত্র নিয়ে সুখের সংসার তার। পেশায় কাঠমিস্ত্রী সেরাফত আলি বিভিন্ন ধরনের কাঠের পেইন্টিংয়ের কাজ করেন। তবে অনলাইনে বিভিন্ন ধরনের ডিজাইন ও গাড়ির নকশা লক্ষ করার বিষয়েও তার বেশ আকর্ষণ রয়েছে। দিন দিন যেভাবে এই পেট্রল ও জ্বালানির দাম বাড়ছে তাতে তিনি বাইক নিয়ে বেরিয়ে হয়রানির শিকার হন।

বলা বাহুল্য, পেট্রোলের খরচ বাঁচাতেই এমন নতুন ধরনের গাড়ির পরিকল্পনা করেছেন তিনি। তিন চাকার এই নয়া ইলেকট্রিক গাড়িটি একবার চার্জ দিলেই ছুটবে প্রায় 35 কিলোমিটার। গাড়িটি তৈরী করতে খরচ হয়েছে প্রায় 80 হাজার টাকা। চার মাস ধরে কঠোর পরিশ্রমের পর এই গাড়িটি পথে নামলেও এখনও পর্যন্ত গাড়ির নামকরণ করেননি সেরাফত আলি। গাড়িতে একজন ড্রাইভার-সহ বসতে পারবেন একজন সওয়ারি।

New Electric car

সেরাফত আলির কথায়, “গাড়ির হ্যান্ডেল ন্যানো গাড়ির, চাকা রয়েছে স্কুটির। এছাড়াও রয়েছে বিভিন্ন গাড়ির মোটর, চাকা, পার্টস এবং ডিজাইন। আর তারপরই কঠোর পরিশ্রমই তৈরি হয়েছে এই গাড়ি। চারচাকা হলে এই গাড়ির দাম হতে পারে 1 লক্ষ 20 হাজার টাকা ৷ কিন্তু এই তিন চাকার গাড়ি 80 হাজার টাকায় তৈরি করে ফেলা যাবে।” এই গাড়ি বাজারে এলে অনেকটাই সুবিধা হবে বলেও জানিয়েছেন তিনি। জ্বালানির এবং তেলের খরচ বাঁচবে বলেও তার মত।

 

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর