২০২০ তে whatsapp-এ আসতে চলেছে এই নতুন ফিচার

বাংলাহান্ট ডেস্কঃ আমাদের বর্তমান লাইফস্টাইলে সামাজিক মাধ্যম বা সোস্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এই সামাজিক মাধ্যমগুলি আমাদের সর্বক্ষনের সঙ্গী। বস্তুত এদের হাত ধরেই মানুষের জীবনে এসেছে যোগাযোগের বিপ্লব। সামাজিক মাধ্যম হোয়াটস আপ-এ এবার আরো উন্নত করতে চলেছে ফেসবুক। ২০২০ সালে তারা আনছে কয়েজটি আকর্ষণীয় নতুন ফিচার

ডার্ক মোড ফিচার

হোয়াটসঅ্যাপের এই ফিচারটির জন্য সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছে। তিনটি অপশনে আসতে চলেছে ডার্ক মোড। এতে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে। আপডেটটি কবে আসবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

akrales 180215 2310 0013.0

ফেস আনলক ফিচার

ফিঙ্গারপ্রীন্টের পর এবার ফেস আনলক সুবিধাও আনছে হোয়াটস আপ। যার ফলে আপনার প্রাইভেসি আরো সুরক্ষিত হবে। নিজেদের চেহারা আনলক করতে পারবেন হোয়াটস আপ। আর এটি কবে আসবে তা এখনও জানা জায়নি।

মেসেজ ইত্যাদি ডিসেপেয়ার করা

এই অপশনটি আগেই ফেসবুকে এসে গিয়েছে। এবার আসতে চলেছে হোয়াটস আপেও। কতক্ষন পর মেসেজটী ডিলিট হবে সেটি আপনি সেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনের কাছে এই অপশান থাকবে যে ডিলিট হওয়ার আগে কত সময়ে একটি মেসেজ চলবে।

রেস্ট্রিক্টেড লাস্ট সিন

সাল্ট সিন দেখার মাধ্যমে কে কতক্ষণ অ্যাক্টিভ ছিল তা জানা যায়। এবার আপনাকে আর লাস্ট সিন লুকিয়া রাখতে হবে না আপনি যাকে চাইবেন একমাত্র সেই লাস্ট সিন দেখতে পারবে।  আর এবার একটি ফিচার আসতে পারে যেখানে ইউজার নিজদের পছন্দের ব্যাক্তিকে লাস্ট সিন দেখার সুযোগ দিতে পারবেন।

ফেসবুক পে

এর আগেই হোয়াটসঅ্যাপ UPI য়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপ পেমেন্ট এনেছে এবার এটীকে আরো ব্যপক আকারে আনতে চলেছে তবে এটিও কবে আসবে সেই বিষয়ে সঠিক ভাবে কিছু জানা জায়নি

সম্পর্কিত খবর