এবার ট্রেন যাত্রায় মিলবে না একাধিক সুবিধা, নয়া নির্দেশিকা জারি করল ভারতীয় রেল

বাংলাহান্ট ডেস্কঃ রাতের ট্রেন যাত্রায় এবার যাত্রীদের উদ্দেশ্যে নয়া নিয়ম জারি করল ভারতীয় রেল (Indian Railway)। দূর্ঘটনা এড়াতেই জারি হয়েছে এই নির্দেশিকা বলে খবর। এবার আপনি যদি রাতের ট্রেনে যাত্রার সময় মোবাইল বা ল্যাপটপে চার্জ দিয়ে না ওঠেন তাহলে মুশকিলে পড়তে চলেছেন। এমনকি যদি ট্রেনের কামরায় লুকিয়ে ধূমপান করেন, তাহলে হতে পারেন গ্রেপ্তার পর্যন্ত।

চলুন জেনে নেওয়া যাক কি সেই নির্দেশিকা –

ভারতীয় রেলের তরফে নির্দেশিকা (New Guideline) জারি করে বলা হয়েছে, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনে কেউই আর মোবাইল বা ল্যাপটপ চার্জ দিতে পারবে না। এমনকি ট্রেনের কামরায় যদি কেউ লুকিয়ে ধূমপান করে, এবং সে ধরা পড়ে তাহলে কঠোর শাস্তির নিদানও দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত ১৩ মার্চ দিল্লি-দেরদুনগামী শতাব্দী এক্সপ্রেসের (Shatabdi Express) কামরায় আগুন লাগার ঘটনার পরই নড়েচড়ে বসেছে ভারতীয় রেল।

You will not be able to charge mobile-laptops at night in train

বলা হচ্ছে, অনেক সময় ধরে ল্যাপটপ-মোবাইল চার্জ দিলে, তা গরম হয়ে আগুন লাগার ঘটনা আগেই ঘটেছে। তাই রাত ১১টার পরই ট্রেনের সমস্ত চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। লুকিয়ে কেউ ধূমপান করলে, আগে ১০০ টাকা জরিমানা ছিল। তবে এখন তা আরও কঠোর হয়ে , শাস্তি হিসেবে জেল পর্যন্ত হতে পারে বলে জানা যাচ্ছে।

সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজী সুতারের কথায়, “আমরা সমস্ত নির্দেশ মেনে কাজ করছি। রেলের সঙ্গে যুক্ত প্রত্যেকের মধ্যে সুরক্ষা সম্পর্কিত সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে”।  দক্ষিণ রেল ও পূর্ব রেলও এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে।

সম্পর্কিত খবর