নায়ক অযোগ্য, বিরক্তিকর, দর্শকদের দাবি মেনে রাতারাতি নতুন হিরোর এনট্রি জনপ্রিয় সিরিয়ালে!

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালে (Serial) নায়ক নায়িকার মুখ বদল নতুন ব্যাপার নয়। গল্পের খাতিরে নিত্য নতুন চরিত্রের আগমন লেগেই থাকে ধারাবাহিকে। কখনো আবার একজন অভিনেতার জায়গা নেন অন্য অভিনেতা। সিরিয়ালে আসে নতুন নায়ক বা নায়িকা। এমনি কাণ্ড ঘটে গেল ‘ইচ্ছে পুতুল’এ (Icche Putul)। রাতারাতি নতুন নায়কের আগমন হল জি বাংলার জনপ্রিয় এই সিরিয়ালে।

মেঘ এবং ময়ূরী, দুই বোনের গল্প বলছে ইচ্ছে পুতুল। নিজের ছোট বোন মেঘের প্রতি মনে মনে মারাত্মক হিংসা পুষে রাখে দিদি ময়ূরী। বিশেষ করে সৌরনীল তার বদলে মেঘকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পর থেকেই ময়ূরী মনে মনে প্রতিজ্ঞা করেছে, মেঘের জীবন ধ্বংস করে ছাড়বে সে।

   

 

New hero enters in icche putul serial

বিয়ের পর থেকেই নানা রকম ভাবে মেঘকে অপদস্থ করার চেষ্টা করে চলেছে ময়ূরী। নীল-ও কম যায় না। বারংবার নিজের স্ত্রীকে ভুল বুঝেই তাকে যা নয় তাই বলে অপমান করে চলেছে সে। প্রত্যেকবার একই জিনিস দেখে দেখে বিরক্ত দর্শক। সৌরনীল নায়ক হিসেবে অত্যন্ত অযোগ্য, বুদ্ধিহীন একটা মানুষ বলে দাবি দর্শকদের। এমনকি নীলকে মেরুদণ্ডহীন বলতেও বাকি রাখেননি তারা।

নীলকে নায়ক হিসেবে মানতে নারাজ দর্শকদের দাবি মেনেই এবার বড়সড় সিদ্ধান্ত নিয়ে বসল সিরিয়াল নির্মাতারা। নতুন নায়ক এল ইচ্ছে পুতুল এ। দর্শকরা জানেন, নীলের বাড়িতে চূড়ান্ত অপমানিত হয়ে নিজের বাড়িতে ফিরে এসেছে মেঘ। তবুও ইউনিভার্সিটিতে নিজের স্ত্রীকে উত্যক্ত করতে ছাড়ছে না নীল। এমনকি তাকে গানের প্রতিযোগিতাতেও নাম দিতে দেয় না নীল।

New hero enters in icche putul serial

এবার সাম্প্রতিক প্রোমোতে দেখা গিয়েছে, মঞ্চে গান গাইতে উঠে হঠাৎ মেঘের মাথা ঘুরে যায়। সঙ্গে সঙ্গে পেছন থেকে তাকে ধরে ফেলে এক পুরুষ। তারপর দুজনেই একসঙ্গে গলা মেলায় গানে। এদিকে দর্শকাসনে বসা নীল ক্ষোভে, কষ্টে উঠেই যায় সেখান থেকে।

New hero enters in icche putul serial

এই নতুন প্রোমো দেখে বেজায় খুশি দর্শকরা। অনেকেই লিখেছেন, এটাই ভাল হয়েছে। সৌরনীল মেঘের যোগ্যই নয়। মেঘের জীবনে নতুন মানুষ আসা দরকার ছিল। এবার নীল ওর মর্যাদা বুঝবে। একজন লিখেছেন, এবার যেন মেঘ নিজের সঙ্গে হওয়া অবিচারের প্রতিবাদ করতে পারে আর ময়ূরীর মুখোশ খুলে যায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর