থাকবে জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্য! আইন এনে ভোটার কার্ডে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক : বড় রদলবদলের পথে কেন্দ্র সরকার। জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য এবার ভোটার তালিকার সঙ্গে সরাসরি যুক্ত করা হবে। এজন্য আইন তৈরি করতে চলেছে ভারত সরকার (Link Birth Death Data With Electoral Roll)। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানান, সংসদের আগামী অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করবে সরকার।

ভোটার তালিকার সঙ্গে জন্ম মৃত্যুর তথ্য যুক্ত করার পরিকল্পনা আজকের নয়। নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের কাছ থেকে মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দিয়ে থাকে। কমিশন তা করে প্রশাসনিক নির্দেশে। আইন হলে কমিশন সরাসরি এই কাজ করতে পারবে।

amit shah

আইন তৈরির পর সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসবে তা হল, ১৮ বছর বয়স হওয়া মাত্র ভোটার তালিকায় নাম উঠে যাবে। আলাদা করে নাম তোলার দরকার হবে না। একই ভাবে কেউ মারা যাওয়ার পর ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে কমিশন। পরিবারের পক্ষ থেকে ওই তথ্য আলাদা ভাবে কমিশনকে জানানোর প্রয়োজন হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এতে ভোটার তালিকায় নাম তোলা অনেক সহজ হয়ে যাবে। মৃত ভোটারের নাম বাদ যাওয়ায় ভোটার তালিকা অনেক স্বচ্ছ হবে। এছাড়াও সরকারি প্রকল্পের সুবিধা দানের ক্ষেত্রে ভোটার তালিকাকে ব্যবহার করতে পারবে সরকার। এই আইন লাগু হওয়ার পর জন্ম সংক্রান্ত তথ্য স্বাস্থ্য দফতরের সিস্টেমে ওঠা মাত্র তা নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

স্বরাষ্ট্র দফতর সূত্রের জানা যাচ্ছে, সরকার জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন সংক্রান্ত আইনও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। জন্ম মৃত্যুর তালিকার সঙ্গে যুক্ত করা হবে সরকারি সুবিধা বন্টন ব্যবস্থার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর