৪% DA বৃদ্ধির পর ফের সুখবর! সরকারি কর্মীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের (State Government Workers) সুখবর দিয়েছে রাজ্য। ফের এক দফায় চার শতাংশ ডিএ (DA) বেড়েছে সরকারি কর্মীদের। আগে ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ১৪ শতাংশে দাঁড়িয়েছে। এরই মাঝে সরকারি কর্মচারীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর। সরকারি কর্মীদের লিভ রুল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্য সরকার (Government of West Bengal)।

চলছে লোকসভা ভোট। এরই মাঝে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে জানাননো হয়েছে এবার থেকে সকল সরকারি কর্মীদের এই নিয়ম বাধ্যতামূলকভাবে মানতে হবে। ঠিক কী জানানো হয়েছে সরকারি ছুটির বিজ্ঞপ্তিতে? কবে থেকে লাগু হচ্ছে এই নয়া নিয়ম? জানুন বিস্তারে।

সম্প্রতি বেড়েছে ডিএ আর এবার সরকারি কর্মীদের ছুটি নিয়ে নতুন খুশির খবর। এতদিন পর্যন্ত রাজ্যের কর্মীরা অফলাইনে ছুটির (Leave Rule) জন্য আবেদন করতেন। তবে এবার সেই নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সকল রাজ্য সরকারি কর্মীদের অনলাইনে ছুটির জন্য আবেদন করতে হবে।

নবান্ন সূত্রে খবর, চলতি বছর এপ্রিল মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। এবার থেকে সকল কর্মচারী কে বাধ্যতামূলকভাবে এই নিয়ম মানতে হবে। সরকারি কর্মী তার কর্মজীবনে সর্বমোট ৩০০ দিনের ছুটির বেতন পেয়ে থাকেন। অফলাইনে ছুটির আবেদনের ক্ষেত্রে তিনশো দিনের ছুটির হিসেব মেলাতে গিয়ে ভ্রান্তির মধ্যে পড়তে হত। এবার সেই নিয়মই বদলে ফেলা হল। অনলাইনে ছুটির আবেদন করতে হবে। এক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে।

mamata nabanna government of west bengal

আরও পড়ুন: ঘুম উড়ল মমতার! SSC মামলায় যোগ্যদের খুঁজে বের করতে জোড়া পদক্ষেপ মোদীর, খুশিতে শিক্ষকেরা

ছুটির নিয়মে বদল আনার পর ইতিমধ্যেই সরকারি কর্মীদের অনলাইনে ছুটি জানানের জন্য একটি পোর্টাল (HRMS) চালু করেছে রাজ্য সরকার। সেই পোর্টালে কিভাবে ছুটির জন্য আবেদন করতে হবে, অ্যাপ্রুভাল প্রসেস, সিস্টেমেটিকভাবে সমস্ত কিছু নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর