২০০০ টাকারও কমে জবরদস্ত ফোন লঞ্চ করল Nokia! এর ব্যাটারি ব্যাকআপ ও ফিচার্স চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক : Nokia-র একটি দুর্ধর্ষ ফোন লঞ্চের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছেন ভক্তরা। আর তাই ভক্তদের মন রাখতে Nokia 130 Music এবং Nokia 150 2G নামে দুটি ফিচার ফোন ভারতে লঞ্চ করেছে সংস্থাটি। অসামান্য কিছু ফিচার্স থাকছে ফোনটিতে। কেন এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন গেম চেঞ্জার হতে চলেছে, তার কারণগুলি জেনে নেওয়া যাক।

প্রসঙ্গত উল্লেখ্য, এই দুটি হ্যান্ডসেটেই রয়েছে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ। Nokia 130 Music-এ রয়েছে শক্তিশালী লাউড স্পিকার এবং MP3 প্লেয়ার। অন্যদিকে, Nokia 150 ফিচার ফোনে রয়েছে স্প্ল্যাশ-প্রুফ ডিজাইন এবং 1450mAh ব্যাটারি। চলুন দেখে নিই নতুন দুই ফোনের বাজারদর কত!

উল্লেখ্য, Nokia 130 Music তিনটি কালার ভেরিয়েন্টে আনা হয়েছে। ডার্ক ব্লু, পার্পল এবং লাইট গোল্ড এই তিনটি রঙে উপলব্ধ রয়েছে ফোনটি। একদিকে যেখানে ডার্ক ব্লু কালার ভেরিয়েন্টের দাম রয়েছে 1849 টাকা, পার্পল এবং লাইট গোল্ড ভেরিয়েন্টের দাম 1949 টাকা। অথরাইজড ডিলার অথবা Nokia.com থেকে এই ফোনটি কিনতে পারবেন। অপরদিকে Nokia 150 2G-এর দাম 2,699 টাকা। এই ফোনটি চারকোল, সায়ান এবং লাল রঙের ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। যদিও ফোনটি কবে বাজারে আসবে সেটা নিয়ে কোন উচ্চবাক্য করেনি সংস্থাটি।

Nokia 130 মিউজিকের স্পেসিফিকেশন : Nokia 130 Music ফোনে রয়েছে 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে, যার রেজোলিউশন 240×320 পিক্সেল। এই ফোনটি Nokia Series 30+ অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে 4MB ইন্টারনেল স্টোরেজ পাওয়া যাবে। তবে ইউজাররা 32GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ইনস্টল করতে পারেন। এতে থাকবে ওয়্যারলেস এফএম রেডিও এবং MP3 প্লেয়ারের। Nokia এর ই-ফোনে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 1450mAh রিমুভেবল ব্যাটারি। কোম্পানির দাবি, ফোনটি 34 দিনের স্ট্যান্ডবাই টাইমের সাথে আসে।

gsmarena 000

 

Nokia 150 এর স্পেসিফিকেশন : এই ফোনটিতে পলিকার্বোনেট ডিজাইন সহ IP52 রেটিং রয়েছে, যা এটিকে স্প্ল্যাশ প্রুফ করে তোলে। এই ফিচার ফোনটি মেটালিক নেভিগেশন কী এরিয়া সহ আসে। এই ডিভাইসে ভিজিএ রিয়ার এবং ফ্ল্যাশ রয়েছে। সাথে পেয়ে যাবেন 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। এক্ষেত্রেও 4MB ইন্টারনাল স্টোরেজ পাবেন এবং এটিতে একটি 32GB মাইক্রোএসডি কার্ড ইনস্টল করতে পারেন। এর সাথেও ওয়্যারলেস এফএম রেডিও এবং এমপিথ্রি প্লেয়ারের সুবিধা পাওয়া যাচ্ছে এবং এতে 1450mAh ব্যাটারি রয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর