এবার ভাড়াটেদের ঠিকানা বদলের রাস্তা অনেকটাই সহজ করে দিচ্ছে কেন্দ্র, জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে কার্যত দেশজুড়ে তোলপাড় চলছে। নিজভূমে পরবাসী হওয়ার চিন্তায় কার্যত জেরবার দেশবাসী। নিজেদের নাগরিকত্বের প্রমান দিতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা হচ্ছে ভিনদেশ থেকে আশা মানুষগুলোর। তারপরও যাদের স্থায়ী ঠিকানা নেই তাদের তো অন্যরকম চিন্তা ভাবনা। আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাঁদের।aadhar image 9 1 1

কখন যে কিভাবে নিজেদের ঠিকানাটা চলে যায় এই আশঙ্কায় প্রহর গুণছে ভাড়া বাড়িতে থাকা মানুষগুলো। কি হবে ভূত ভবিষ্যত, তা নিয়ে চিন্তিত সকলেই। তারপরে আবার ভাড়া বাড়িতে ঠিকানা বদল হলেই হয়ে গেল। কারণ  একই বাড়িতে দীর্ঘ কয়েক দশক ধরে ভাড়া থাকার নজির নেই। তাই তো চিন্তার ভাঁজ পড়েছে ভাড়াটেদের কপালে।

তবে এবার তাঁদের জন্য নয়া ঘোষনা করল কেন্দ্র। ইউআইডিএআই এর তরফে ভাড়াটেদের জন্য বড় ঘোষনা করা হয়েছে। তাই এবার থেকে কোনোরকমের নথি ছাড়াই ঠিকানা বদল করতে পারবেন ভাড়াটে বাড়িতে থাকা বাসিন্দারা।  তাই এবার শুধুমাত্র নিজেদের আবেদনের সাহায়্যেই ঠিকানা বদল করতে পারবেন ভাড়া বাড়িতে থাকা বাসিন্দারা।

অর্থাত্ এতদিন অবধি ঠিকানা বদল করতে গিয়ে যে নাকানি চোবানি খেতে হত এবার বোধহয় তাতে লাগাম পড়তে চলেছে। তাই তো এবার মাইগ্রেট কার্ডের থেকে ঠিকানা বদল করতে পারবেন। যদি আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকে সেক্ষেত্রে ইউআইডিএআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আধার আপডেট অপশনে গিয়ে আধার নম্বর দিয়ে লগ ইন করতে পারবেন। এরপর ওটিপি দিয়ে সাবমিট করলেই সব কাজ সম্পন্ন হয়ে যাবে।  তবে অন্যদিকে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়েও কিন্তু সমস্যা সমাধান করার উপায় রয়েছে। তবে ফর্ম জমা দেওয়ার জন্য অবশ্যই পাসপোর্ট, প্যান কার্ড ইত্যাদির প্রত্যয়িত কপি জমা দিতে হবে। অর্থাত এবার কিন্তু ভাড়া বাড়ির ঠিকানা বদলের জন্য ঝক্কি পোহাতে হবে না।

সম্পর্কিত খবর