বদলে গেল ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যাবহারের নিয়ম, জেনে নিন এখুনি

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর নির্দেশে আজ থেকে ডেবিট (debit card) ও ক্রেডিট কার্ড (credit card) ব্যাবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তন হল। নিয়মগুলি পরিবর্তন করা হয়েছে গ্রাহকের সুরক্ষা, স্বাচ্ছন্দ্য ও আধুনিকায়নকে মাথায় রেখে।

images 2020 10 02T135022.521

মোদি সরকার ক্ষমতায় এসেই ডিজিটাল লেনদেন বাড়ানোয় নজর দিয়েছিল। করোনা কালে এই লেনদেন আরো কয়েকগুন বেড়ে গিয়েছে। এতদিন যারা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ছিল না তারাও এখন এই লেনদেন করছেন। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণাও। তাই গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকগুলিকে এই নিয়ম বদলের নির্দেশ দিয়েছে RBI. জেনে নিন এই নতুন নিয়মগুলি

১. আজ থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড শুধু মাত্র ভারতের ভিতরে এটিএম ‌ও পয়েন্ট অব সেল টার্মিনালে ব্যবহার করা যাবে। দেশের বাইরে আর কার্ড ব্যাবহার করা যাবে না।

২. কত টাকা লেনদেন হবে, এবার থেকে সেই সীমা নির্ধারণ করার সুযোগ থাকছে গ্রাহকের হাতেই।

৩. টাকা লেনদেনের পাশাপাশি কি কি পরিষেবা নেবেন তাও ঠিক করে দেবেন গ্রাহকই। অনলাইন লেনদেন, আন্তর্জাতিক লেনদেন, সংযোগহীন লেনদেন ইত্যাদি সুবিধা গুলি গ্রাহক নিজেই অপ্ট-ইন বা অপ্ট আউট করতে পারবে।

৪. এখনো যে কার্ড গুলি থেকে কোনো রকম অনলাইন লেনদেন হয় নি সেগুলি গ্রাহক না চাওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

৫. আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংককে জানিয়ে এই পরিষেবা নেওয়া যাবে।

৬. নিজের অ্যাকাউন্টে লগ- ইন করে কার্ড ম্যানেজ করার সুযোগ থাকছে গ্রাহকের কাছে।

 

সম্পর্কিত খবর