বাইক চালকদের জন্য নতুন গাইডলাইন মোদি সরকারের, নতুন নিয়ম না জানলে হতে পারে জরিমানা

বাংলাহান্ট ডেস্কঃ মোদি সরকার (modi government) দেশে পথ দূর্ঘটনা এড়াতে বাইক আরোহীদের জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম আনতে চলেছে। সম্প্রতি মন্ত্রকের আলোচনায় উঠে আসা তথ্য থেকে জানা যাচ্ছে বাইক আরোহীদের ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন নিয়ম লাগু হতে চলেছে দেশে। এক নজরে দেখে নিন সেই নিয়মগুলি

১. বাইকের দুদিকেই পিছনে বসে থাকা ব্যক্তির জন্য হাতল থাকা বাধ্যতামূলক। পিছনে বসে থাকা মানুষদের জীবন রক্ষা করার জন্যই এই নিয়ম চালু করা হয়েছে। এখনও বেশিরভাগ বাইকে এই সুবিধা উপলব্ধ নয়। পাশাপাশি দুদিকেই থাকতে হবে পা রাখার জায়গাও।

images 2020 07 28T174430.637

২. এ ছাড়া বাইকের পিছনের চাকাটির বাঁদিকের কমপক্ষে অর্ধেক সুরক্ষিতভাবে ঢাকা থাকতে হবে যাতে পিছনে বসা মানুষের শাড়ি বা অন্য পোষাক গাড়ির চাকার সাথে জড়িয়ে যায়।

images 2020 07 28T174445.078

৩. বাইকে থাকা কন্টেনারের চেহারাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। নতুন নিয়মে এর দৈর্ঘ্য 550 মিমি, প্রস্থ 510 মিমি এবং উচ্চতা 500 মিমির বেশী হবে না। গাড়িতে এর চেয়ে বড় কন্টেনার থাকলে চালক ছাড়া আর কোনো ব্যক্তির বসার অনুমতি নেই।

images 2020 07 28T174759.353

৪. টায়ারের ক্ষেত্রেও আসতে চলেছে নতুন নিয়ম। সর্বাধিক ৩.৫ টন ওজনের যানবাহনের জন্য টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে। এর সেন্সরের মাধ্যমে চালক যানবাহনের টায়ারে বায়ুর অবস্থা সম্পর্কে তথ্য পাবেন।

 

সম্পর্কিত খবর