ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেছে? নো টেনশন! আর চালান কাটতে পারবে না ট্রাফিক পুলিশ

বাংলাহান্ট ডেস্ক : আপনি কি দুই চাকা বা চার চাকার গাড়ি চালান? তাহলে আপনি অবশ্যই জানেন যে নির্দিষ্ট সময় অন্তর লাইসেন্স রিনিউ করতে হয়। তবে যদি আপনি লাইসেন্স রিনিউ না করিয়ে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। সড়ক মন্ত্রক এবার একটি বড় সিদ্ধান্ত নিল ড্রাইভিং লাইসেন্সকে নিয়ে।

লার্নার লাইসেন্স (Learner’s License), ড্রাইভিং লাইসেন্স এবং কন্ডাক্টর লাইসেন্সের মেয়াদ সড়ক মন্ত্রক বৃদ্ধি করেছে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটি নির্দেশিকা জারি করা হয় মঙ্গলবার। ‘সারথি’ পোর্টালে কিছু সমস্যা দেখা দিয়েছে। এই কারণে লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক।

আরোও পড়ুন : আর করতে পারবেন না সমুদ্র স্নান! ঘটতে পারে মারাত্মক বিপদ, দিঘায় কড়া নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক জানাচ্ছে, সারথী পোর্টালে কিছু সমস্যা দেখা দিয়েছিল ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এর ফলে বিঘ্নিত হয়েছে লাইসেন্স সংক্রান্ত পরিষেবা। ৩১ জানুয়ারি ২০২৪ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে যে জাতীয় লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং কন্ডাক্টর লাইসেন্সগুলির মেয়াদ শেষ হয়েছে, সেগুলি ২৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বৈধ বলে বিবেচিত করা হবে।

driving licesnse

 

আবেদনকারী ফি প্রদান, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, লার্নার লাইসেন্সের জন্য স্লট বুকিং, ড্রাইভিং স্কিল টেস্টের মতো বেশ কিছু পরিষেবায় বিঘ্ন ঘটেছিল। ৬ মাস বৈধতা থাকে লার্নার লাইসেন্সের। এই সময়ের মধ্যে ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্থায়ী লাইসেন্স প্রাপ্ত করতে হয়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর