নতুন বছরের শুরু থেকেই কড়াকড়ি বাড়বে গিজার ব্যবহারে! নতুন নিয়ম আনল সরকার

বাংলাহান্ট ডেস্ক : আপনিও যদি শীতে গরম জল ব্যবহার করার জন্য গিজার (Geyser) কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে সচেতন হয়ে যান। গিজার কেনার আগে জেনে নিন নতুন বছরে কেন্দ্রের নতুন নির্দেশিকা সম্পর্কে। ১ স্টার রেটিং এর ওয়াটার হিটার বিক্রি করা যাবে না বলে জানিয়েছে শক্তি মন্ত্রক। এই নির্দেশিকার ফলে আগামী বছর থেকে ভারতের বাজারে সস্তার হিটার বিক্রি বন্ধ হয়ে যাবে।

কয়েকটি গিজার মডেলের তালিকা প্রকাশ করে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ১ স্টার রেটিংয়ের একাধিক মডেল রয়েছে এই তালিকায়। ২০২৩ সালের ১ লা জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই মডেল গুলি বৈধ থাকবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

এছাড়াও যেসব ১ স্টার রেটিংয়ের গিজার এই তালিকায় জায়গা করে নিতে পারেনি সেইসব গিজার বিক্রি বন্ধ হয়ে যাবে আগামী ১ লা জানুয়ারির ২০২৩ সাল থেকে। ১ স্টার রেটিং এর এই গিজারগুলির দাম কম হলেও এগুলি অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে। মনে করা হচ্ছে অতিরিক্ত শক্তির অপচয় বন্ধ করতেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

Geyser

আপাতত ভারতের বাজারে এই গিজারগুলির বিক্রি নিষিদ্ধ না হলেও মনে করা হচ্ছে আগামী দিনে এইগুলি ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি হতে পারে। তখন বাধ্য হয়ে বেশি টাকার গিজার কিনতে হতে পারে মানুষকে। উল্লেখ্য, কোন ইলেকট্রনিক্স প্রোডাক্ট কতটা পরিমাণ বিদ্যুৎ খরচ করতে পারে তা জানার জন্য BEE স্টার রেটিং ব্যবহার হয় ভারতে। এই স্টার রেটিং যত বেশি হয় তত কম বিদ্যুৎ খরচ হয়। স্টার রেটিং বেশি হলে সেই প্রোডাক্টের দামও বৃদ্ধি পায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর