উচ্চ মাধ্যমিকে আরও কঠোর ব্যবস্থা! এই জিনিস নিয়ে গেলেই বাতিল হবে পরীক্ষা, জানাল সংসদ

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছর একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে মাধ্যমিক পরীক্ষায়। কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, আবার কোথাও মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছে পরীক্ষার্থী। এমনকি পরীক্ষা শুরুর পর নকলের কাগজ ধরা পড়ায়, পরীক্ষার্থীরা ভাঙচুর করেছে পরীক্ষা কেন্দ্র। মাধ্যমিকের থেকে শিক্ষা নিয়ে এবার উচ্চমাধ্যমিকে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বদ্ধপরিকর সংসদ।

কড়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে, পরীক্ষার সময় পরীক্ষার্থীর সাথে মোবাইল ফোন থাকলেই তার পরীক্ষা বাতিল করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নথিতে আরো বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের অন্যান্য কর্তব্যরত আধিকারিক এবং স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরাও প্রবেশ করতে পারবেন না মোবাইল ফোন নিয়ে। মোবাইল ফোন যদি কেউ নিয়ে আসেন তাহলে সেটি তাকে জমা করতে হবে ভেন্যু সুপারভাইজারের ঘরে।

আরোও পড়ুন : দীঘা যাওয়ার আগে দশবার ভাবুন! রাতে এই সময়ের মধ্যে হোটেলে না ফিরলেই কড়া শাস্তি

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই বিষয়ে জানিয়েছেন, “পরীক্ষার হলে মোবাইল নিয়ে পরীক্ষার্থী ধরা পড়লে, সেই পরীক্ষার্থী এই বছর আর কোনও পরীক্ষাই দেওয়ার সুযোগ পাবে না। পাশাপাশি, হলে বসে উত্তর আদানপ্রদানের ক্ষেত্রেও একই রকম ভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পরীক্ষার্থীদের পাশাপাশি, পরীক্ষার হলে সেন্টার সেক্রেটারি, সেন্টার-ইন-চার্জ, ভেন্যু সুপারভাইজ়ার এবং কাউন্সিল নমিনিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তাঁরাও পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।”

Big news for higher secondary Examinee

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংগঠনের সম্পাদক স্বপন মণ্ডল সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন,  “প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ডিটেক্টর বা মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের হলে প্রবেশের আগে পরীক্ষা করিয়ে নেওয়া যেতে পারত। এতে পরীক্ষার প্রশ্ন ফাঁস বা টুকলির মতো ঘটনা আরও ভাল ভাবে আটকানো যেত।’’ সব মিলিয়ে বলা যায়, কঠোর নিয়ম মেনে হবে এই বছরের উচ্চমাধ্যমিক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর