ফেব্রুয়ারি থেকেই বদলে যাচ্ছে নিয়ম! দেখুন, এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে অনলাইনে টাকা ট্রান্সফারে নয়া পদ্ধতি

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে প্রযুক্তি যত উন্নত হয়েছে, ততই সহজ হয়েছে আমাদের জীবন। একটা সময় এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর জন্য ভরসা ছিল মানি অর্ডার। তবে সময়ের সাথে বদলে গেছে অনেক কিছুই। এখন ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে নিমেষে যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া যায়।

তবে অনলাইন টাকা ট্রান্সফারের ক্ষেত্রে এবার আসতে চলেছে বড় পরিবর্তন। নতুন নিয়ম বলবৎ হতে চলেছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে। ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা আইএমপিএস-এর মাধ্যমে যদি টাকা ট্রান্সফার করেন তাহলে শুধুমাত্র লাগবে প্রাপকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর।

আরোও পড়ুন : দিল্লি-কলকাতা-মুম্বাইয়ের কথা ভুলে যান! এটিই ছিল ভারতের সবচেয়ে পুরনো শহর, জেনে নিন আপনিও

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অনলাইন টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে নিয়ম পরিবর্তনের কথা জানানো হয়েছে। NPCI বলছে, অনলাইনে আইএমপিএস-এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রয়োজন হবে না প্রাপককে যুক্ত করার কিংবা তার আইএফএসসি কোডের। টাকা ট্রান্সফারের জন্য সবথেকে বেশি ব্যবহৃত হয় এই ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম।

আরোও পড়ুন : ঠেলার নাম বাবাজি! ‘মেডিক্যালে ভর্তিতে জাল শংসাপত্র রয়েছে’, সুপ্রিম কোর্টে স্বীকার করল রাজ্য

তাই আগামী 1 ফেব্রুয়ারি থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করার জন্য শুধুমাত্র লাগবে প্রাপকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর। ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে এই ক্ষেত্র ব্যবহার করে ট্রান্সফার করা যায় টাকা। মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, ব্যাঙ্কের ব্রাঞ্চ, এটিএম, এএসএমএস, আইভিআরএস ব্যবহার করে টাকা ট্রান্সফার সম্ভব।

আইএমপিএস ব্যবহার করে টাকা পাঠানোর পদ্ধতি: প্রথমে আপনার মোবাইলে ব্যাংকের অ্যাপে যান। সেখান থেকে ‘ফান্ড বা মানি ট্রান্সফার’ অপশন নির্বাচিত করুন। এরপর আইএমপিএস অপশন বেছে নিয়ে, প্রাপকের এণএমআইডি ও আপনার এম পিন প্রদান করুন। তারপর নির্দিষ্ট জায়গায় লিখুন কত টাকা পাঠাতে চান। এরপর কনফার্ম বাটনে ক্লিক করুন। অনেক সময় আইএমপিএস-এর জন্য ওটিপি আসে রেজিস্টার্ড মোবাইলে। ওটিপি প্রদানের পর এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

upi

22 নভেম্বর 2010 সালে IMPS শুরু করা হয়। এই চ্যানেল ব্যবহার করে 24×7 টাকা লেনদেন করা সম্ভব।প্রাথমিকভাবে 4টি সদস্য ব্যাঙ্ক ( স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া , ব্যাঙ্ক অফ ইন্ডিয়া , ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাঙ্ক ) সহ পাইলট প্রজেক্ট হিসেবে 2010 সালে শুরু হয় আইএমপিএস। 2023 সাল পর্যন্ত 722টি সদস্য ব্যাংক আইএমপিএস-এর সাথে যুক্ত হয়েছে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর