মহিলাদের জন্য নতুন সঞ্চয় স্কিম ঘোষণা অর্থমন্ত্রীর, সুদ মিলবে ৭.৫% হারে

   

বাংলা হান্ট ডেস্ক : স্বাধীনতার অমৃতবর্ষকে মাথায় রেখে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম চালুর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। বুধবার বাজেট ভাষণে (Budget 2023) তিন জানান, ২ অর্থবর্ষের জন্য অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই সার্টিফিকেট যে কোনও বয়সের মহিলার নামে কেনা যাবে। সাড়ে ৭ শতাংশ সুদ (7.5 percent interest) দেওয়া হবে এই খাতে, যা চলতি স্কিমগুলির তুলনায় অনেকটাই বেশি। সর্বোচ্চ ২ লক্ষ টাকা এই সার্টিফিকেট খাতে সঞ্চয় করা যাবে।

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের জন্য একের পর এক প্রকল্প নিয়ে এসেছে। অপরদিকে, গত এক দশক ধরে নির্বাচন কমিশনও নানাভাবে চেষ্টা চালিয়েছে মহিলা ভোটার বৃদ্ধি এবং তাদের ভোটদানের হার বাড়ানোর জন্য। সেই উদ্যোগে বড় ধরনের সাফল্য পেয়েছে কমিশন। এখন দেশে নারী ও পুরুষ ভোটারের অনুপাতের ফারাক খুবই কম। মহিলাদের ভোটদানের হারও বেড়েছে উল্লেখযোগ্য হারে। স্বভাবতই মহিলা ভোটারের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে ভারতীয় নির্বাচনে।

nirmala sitharaman

এই তথ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাত্র এক দশক আগে সক্রিয় রাজনীতিতে আসা নির্মলাকে প্রথমে দেশের প্রতিরক্ষামন্ত্রী, পরে অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। এরু সঙ্গে সরকারের নানা প্রতিষ্ঠানেও মহিলাদের যোগদান বেড়েছে। দরিদ্র পরিবারগুলির জন্য ভরতুকি দিয়ে উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাস সিলিন্ডারের সুবিধাও বিজেপির ভোটের বাক্সকে আরও মজবুত করেছে।

নির্মলা সীতারমণ নতুন যে সঞ্চয় প্রকল্প ঘোষণা করেছেন তা মাত্র দু’বছরের জন্য। এর মধ্যে এক বছরের মাথায় অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। শুধু তাই নয়, এর আগেই রয়েছে ন’টি রাজ্যের বিধানসভার ভোট। বিশেষ সঞ্চয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের আরও কাছে টানার চেষ্টা করল কেন্দ্র সরকার। এই সূত্রে অনেক পরিবারই বাড়তি সঞ্চয়ের সুবিধার কল্যাণে সুদ বাবদ অতিরিক্ত আয় করতে পারবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর