পর্যটকদের জন্য এই প্রথম নেওয়া হল এত বড় উদ্যোগ! দার্জিলিং ভ্রমণে গিয়ে এবার আরো মজা

বাংলাহান্ট ডেস্ক : গরমের মরশুমে বড় সুখবর দার্জিলিংয়ের (Darjeeling) পর্যটকদের জন্য। এবার GTA চালু করতে চলেছে হেরিটেজ ট্রেক। এই ট্রেক শুরু হবে চৌরাস্তা থেকে। তারপর টিবেটিয়ান মিউজিয়াম, বর্ধমান প্রাসাদ, আভা আর্ট গ্যালারি, তেনজিং নোরগের বাড়ি, শিব ইকো ক্যাম্প হয়ে আর্য চা বাগানের ভিতর দিয়ে চা ফ্যাক্টরিতে এই ট্রেক শেষ হবে।

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (Gorkhaland Territorial Administration) বা জিটিএ পাহাড়ে জোর দিতে চাইছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে। সেই লক্ষ্যে তৈরি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন নামক একটি সংস্থা। এই সংস্থার মাধ্যমে চালানো হবে নজরদারি। আগামী ২৯ শে মে তেনজিং নোরগের জন্মদিন। এই দিনই উদ্বোধন করা হবে ট্রেকিং রুটটি।

আরোও পড়ুন : গঙ্গার নীচের পর কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক, বড় ঘোষণা রেলের! জেনে গর্ব হবে

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডভেঞ্জার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর দাওয়া গ্যালপো শেরপা বলেছেন, ‘জিটিএ এলাকায় অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে। আমরা এই বিষয়েও ওপর জোর দেব। বর্তমানে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে পর্যটকরা শহর ও শহরের কোলাহল থেকে দূরে, অফবিট লোকেশন পছন্দ করছেন। আর এটিই অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটিসের সুযোগকে আরও বাড়িয়ে তুলেছে।’

darjeeling

 

হেরিটেজ ট্রেক অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি বিষয় হতে পারে। এই ট্রেক শুরু হবে ২১০০ মিটার উচ্চতায় ও ১১০০ মিটার উচ্চতায় শেষ হবে অ্যাডভেঞ্চার। বাংলার পাশাপাশি গোটা ভারতবর্ষ থেকে পর্যটক আসেন দার্জিলিঙে। পাহাড়ের সৌন্দর্য বরাবর পর্যটকদের আকর্ষণ করে এসেছে। জিটিএ তাই বিভিন্ন পন্থা অবলম্বন করছে পর্যটকদের আরো মনোরঞ্জন করার জন্য। সেই লক্ষ্যেই এবার চালু করা হল এই অ্যাডভেঞ্চার ট্রেক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর