পার্কস্ট্রিট স্টেশনে বসলো আয়না। দুর্ঘটনা রুখতে নয়া পদক্ষেপ।

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে কলকাতা মেট্রোয় মানুষ একের পর এক দুর্ভোগের শিকার হচ্ছে। মেট্রো যেন মরণ ফাঁদে পরিণত হচ্ছে দিন দিন। গত সপ্তাহে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঘটে এমন এক ঘটনা যা কেউ কল্পনাও করতে পারেনি।গত সপ্তাহে মেট্রোর দরজায় হাত আটকে ষাটোর্ধ্ব সঞ্জয় কাঞ্জিলালের মৃত্যু হয়। এর পরই মেট্রোয় যাত্রীদের সুরক্ষা নিয়ে তোলপাড় হয় রাজ্য।দুর্ঘটনার একদিন পরই তদন্তে কলকাতায় আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি মেট্রো  জনক কুমার গর্গ।প্রাথমিক তদন্তের পরই চালকের দরজার সামনে আয়না লাগানোর বিষয়ে তিনি প্রথম সুপারিশ করেন।পার্ক স্ট্রিট স্টেশনে এই আয়না লাগানো হতেছে, ভবিষ্যতে অন্যান্য স্টেশনেও লাগানো হবে এই আয়না। এর ফলে চালক ট্রেন ছাড়ার আগে ওই আয়নার মাধ্যমে কোনও দরজায় কেউ আটকে রয়েছেন কিনা, তা দেখতে পান।মেট্রো দুর্ঘটনা রুখতে এটিই প্রথম পদক্ষেপ।

সম্পর্কিত খবর