বাঁকুড়ায় মিলল প্রাচীন সুড়ঙ্গের খোঁজ, গুপ্তধন লুকিয়ে নেই তো! ঘনাচ্ছে রহস্য

বাংলাহান্ট ডেস্ক: এক রহস্যময় গুপ্ত সুড়ঙ্গের সন্ধান পেলেন বাঁকুড়াবাসীরা। এই সুড়ঙ্গকে ঘিরেই গত কয়েকদিন ধরে তুমুল চাঞ্চল্যর সৃষ্টি হয় বাঁকুড়া শহর লাগোয়া রাজাবাগান এলাকায়। কয়েকদিন আগে মাটি ধসে পড়েছিল গন্ধেশ্বরী নদীর পাড়ে। আর তখনই উদ্ভব হয় এই সুড়ঙ্গের। পুরানোদিনের ইট ও চুন সুরকিতে বাঁধানো সুড়ঙ্গ আসলে কোন সময়ের তা এখনও পরিষ্কার নয়। এই সুড়ঙ্গকে ঘিরে রীতিমতো রহস্য দানা বাঁধছে।

জানা গিয়েছে, বাঁকুড়া শহরের সতীঘাট এলাকা থেকে প্রায় দু’কিলোমিটার দূরে রাজারবাগান এলাকা।একসময় এই এলাকায় কোনো মানুষের বাস ছিল না। ঘন জঙ্গলে ঢাকা ওই এলাকায় ছিল ডাকাতদের নিত্য আনাগোনা। এরপর আস্তে আস্তে লোকবসতি বাড়লেও গন্ধেশ্বরী নদীর পাড়ে যাতায়াত করেন খুব সংখ্যক মানুষ।

কিন্তু দিন কয়েক আগে হঠাৎ করে স্থানীয় কয়েকজন যুবক নদীর পাড়ে গিয়ে দেখেন পাড়ের মাটি ধসে গেছে। আর তার ফলে বেরিয়ে পড়েছে একটি ইটে বাঁধানো সুড়ঙ্গের মুখ। এরপর স্থানীয় যুবকরাই নিজেরাই ওই সুড়ঙ্গে খোঁড়াখুঁড়ি শুরু করেন।

tunnel

স্থানীয়দের দাবি সুড়ঙ্গর ভেতরে প্রায় কুড়ি ফুট খোঁড়া হলেও সুড়ঙ্গের তার শেষ পাওয়া যায়নি। সুড়ঙ্গটি চওড়ায় প্রায় আড়াই ফুট ও উচ্চতায় প্রায় সাড়ে তিন ফুট। এই সুড়ঙ্গের চারিদিক পোড়া মাটির ইট ও চুন সুরকি দিয়ে বাঁধানো। বিষয়টি জানাজানি হওয়ার পরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ। স্থানীয়রা দাবি করেছেন রহস্যময় এই গুপ্ত সুড়ঙ্গের রহস্যভেদ করার জন্য প্রশাসনিক উদ্যোগে আরও খননকার্য করা হোক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর