ভুবন কাকুকে টেক্কা দেওয়ার চেষ্টা, ‘ভাজা’ বাদাম নিয়ে করা বিক্রেতার গানের ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ স্যোশাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছেন এখন শুধু বাদামওয়ালারা। মোবাইল জুড়ে এখন শুধু বাদামওয়ালাদেরই ভাইরাল ভিডিওর (viral video) ছড়াছড়ি। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের পর এবার ভাইরাল হলেন জলপাইগুড়ির (jalpaiguri) গুরুপদ সরকার (gurupad sarkar)।

জলপাইগুড়ির ধাপগঞ্জের বাসিন্দা গুরুপদ সরকার পেশায় একজন বাদাম বিক্রেতা। তবে তাঁর কাছে কাঁচা নয়, রয়েছে ভাজা বাদাম। গত ২ বছর ধরেই তিনি এই বাদাম বিক্রি করছেন। তবে বর্তমান সময়ে তাঁর গানের টানে ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছে বলেই জানালেন গুরুপদবাবু।

358347 4ae80f98 a03e 4d3a a3fe 1d6fd2d18037

তাঁর কথায়, ‘ভাজা বাদাম’ গান বাঁধার পর বেড়েছে বিক্রি। মানুষজন এখন আসছেন, গান শুনছেন, আনন্দ পাচ্ছেন এবং সেইসঙ্গে বাদামও কিনছেন। গান গেয়ে বাদাম বিক্রির এই অভিনব কৌশল বেশ কাজে দিয়েছে বলেও জানালেন গুরুপদ সরকার। এমনকি ২০ টাকায় তাঁর বাদাম বিক্রি হচ্ছে বলেও জানালেন তিনি। নতুন সুর নতুন কথায় বাঁধা নিজের গানের বিষয়ে গুরুপদবাবু বলেন, ‘কাঁচা বাদামের থেকেই আমার এই ভাজা বাদাম গানের শুরু। সবাই তো ভাজা বাদামটাই বেশি খায়। তাই ভাজা বাদাম গান বাঁধলাম’।

সম্প্রতি নেটদুনিয়ায় নিজের জায়গা করে নেওয়ার পর, কলকাতা পুরভোটের ময়দানে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে। এখানেই শেষ নয়, ইতিমধ্যেই কাঁচা বাদাম ছাড়াও আরও বেশ কয়েকটি গান রেকর্ডিংও করে ফেলেছেন তিনি। তাঁর অনুরাগীর সংখ্যা ছড়িয়ে রয়েছে গোটা দেশেই। শুধুমাত্র এই দেশেই নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে ভুবন বাদ্যকরের খ্যাতি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর