কিছুদিনের মধ্যে আপনার ফোনেও বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ

প্রতিবছরই নিয়ম মাফিক বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসে অ্যাপগুলি। সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের চাহিদা মেটাতে এই অ্যাপগুলি নিয়ে আসে।

images 2020 10 07T194117.762

তবে এই নতুন আপডেটের সুবিধা অসুবিধা দুইই আছে৷ এই নতুন আপডেট যেমন ব্যাবহারকারীদের জন্য অনেক নতুন দিগন্ত উন্মোচন করে তেমনই নতুন সংস্করণটি বেশ কিছু ফোনে আর সাপোর্ট করেনা।

হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও এর ব্যাতিক্রম হয় না। জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই হোয়াটসঅ্যাপে বেশ বড় সড় আপডেট আসতে চলেছে যার ফলে বেশ কিছু অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ। আপনার ফোনটি যদি সেই তালিকায় থাকে তবে আপনার ফোন থেকেও আর ব্যাবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। দেখে নিন সম্পূর্ণ তালিকা

Samsung Galaxy S2
Motorola Droid Razr,Iphone 4s
iPhone 5
LG Optimus Black
HTC Desire
Iphone 4s
iPhone 5
Iphone 5c
Iphone 5s

 

 

সম্পর্কিত খবর