‘বক্সিং মেয়েদের জন্য নয়’, বলেছিলেন বাবা! দ্বিতীয় স্বর্ণপদক জিতে বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করলেন নিখাত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রবিবার নয়াদিল্লিতে আইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস তৈরি করলেন ভারতের তারকা মহিলা বক্সার নিখাত জারিন। ৪৮-৫০ কেজি ক্যাটাগরির ফাইনালে ভিয়েতনামের নুগুয়েন থি তামের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতীয় মুষ্টিযোদ্ধা সর্বসম্মত সিদ্ধান্তে জয়লাভ করে দেশকে সোনা এনে দিয়েছেন। তার ওপর টুর্নামেন্ট শুরুর আগে দেখি প্রত্যাশা ছিল ক্রীড়াপ্রেমীদের। তিনি সেই প্রত্যাশা পূরণ করেছেন।

থি তাম প্রথম রাউন্ডে পিছিয়েও দ্বিতীয় রাউন্ডে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছিলেন এবং পরবর্তী রাউন্ডটি ৩-২ ফলে জিতে নিয়েছিলেন। উভয় বক্সারই আবারও ফাইনাল হাড্ডাহাড্ডি লড়াই করেন। কিন্তু নিখাত এবার আর কোনও সুযোগ দেননি। রক্ষণ ও আক্রমণের অসামান্য সাম্য বজায় রেখে তিনি বাজিমাত করেছেন।

এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন নিখাত। ফাইনাল জেতার পর আনন্দে আবেগপূর্ণ নিখাত নিজের বক্তব্যে বলেছেন, “দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরে অসাধারণ লাগছে। যারা সব সময় আমার পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই পদকটা আমার দেশের জন্য। লড়াই খুবই কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেশকে যে গর্বিত করতে পেরেছি এটা ভেবে ভালো লাগছে।”

ছোটবেলা নিখাতের বাবা তার বক্সার হয়ে ওঠার পক্ষে ছিলেন না। বক্সিং মেয়েদের জন্য সঠিক নয় এমনটাও তাকে শুনতে হয়েছিল নিজের বাবার কাছ থেকে। কিন্তু বাবার অমন দাবি শুনে বক্সিং কে ছেড়ে দেননি নিখাত। বরং আরো মরিয়া হয়ে উঠেছিলেন একজন বক্সার হিসেবেই সাফল্য পাওয়ার জন্য।

গতকাল বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগ নিতু ঘ্যাংঘাস এবং ৮১ কেজি বিভাগে সুইটি বোরা সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। আজ ছিল নিখাতের পালা। এরপর লাভলিনার কাছ থেকে চতুর্থ সোনা প্রত্যাশা করছে ভারতীয় ক্রীড়া প্রেমিকরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর