দুই বছরের মধ্যে দেশের সমস্ত টোল প্লাজা তুলে দেওয়ার পরিকল্পনা নিল মোদী সরকার

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে যানবাহনের স্বাধীন ভাবে যাতায়াতের জন্য বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার (Narendra Modi Government)। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari) বলেন, আগামী দুই বছরের মধ্যে ভারত টোল মুক্ত হবে। এরজন্য সরকার গ্লোবাল পজিশনিং সিস্টেমকে অন্তিম রুপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী বলেন, আগামী দুই বছরের মধ্যে বাহনের টোল শুধুমাত্র গ্রাহকদের লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট থেকেই কাটা হবে।

ASSOCHAM ফাউন্ডেশন উইক কার্যক্রমে বক্তব্য দেওয়ার সময় গডকড়ী বলেন, রাশিয়ার সরকারের সাহায্যে আমরা খুব শীঘ্রই GPS সিস্টেমকে ফাইনালাইজড করে ফেলব, এরপর দুই বছরের মধ্যে ভারত সম্পূর্ণ ভাবে টোল প্লাজা মুক্ত হবে। জানিয়ে দিই, এই সময় দেশের সমস্ত কমার্শিয়াল বাহন ট্র্যাকিং সিস্টেমের সাথে যুক্ত। আরেকদিকে, সরকার সমস্ত পুরনো বাহনেও GPS টেকনোলজি লাগানোর কাজ দ্রুত গতিতে চালাচ্ছে।

GPS টেকনোলজি ব্যবহার করার পর জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI) এর টোল থেকে আয় পাঁচ বছরে ১.৩৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। মন্ত্রী বলেন, ‘গতকাল রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েস এবং চেয়ারম্যান, এনএইচআই এর উপস্থিতিতে টোল আদায়ের জন্য জিপিএস প্রযুক্তি ব্যবহার করার একটি পরিকল্পনা দেওয়া হয়েছিল। আমরা আশা করছি আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের টোল আয়ের পরিমাণ ১,৩৪,০০ কোটি টাকা হবে।

সরকার গোটা দেশে যান চলাচলে স্বাধীনতা আনতে এই বিশেষ পদক্ষেপ নিচ্ছে। গত এক বছরে, কেন্দ্র সরকার দেশের সমস্ত তোল প্লাজায় ফাস্টট্যাগ অনিবার্য করে দিয়েছি। ফাস্টট্যাগের অনিবার্যতার পর জ্বালানীর খরচ অনেক কম হয়েছে। এর সাথে সাথে দূষণের উপরেও লাগাম লাগানো কিছুটা হলেও সম্ভব হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর