৫ বছর ধরে কোনও দুর্নীতির মামলা নেই এই BJP শাসিত রাজ্যে, এখানে আমাদের দরকার নেই বলল CBI

বাংলাহান্ট ডেস্ক : এ যেন উলট পুরান! গোয়াতে একপ্রকার মাছি তাড়াচ্ছে সিবিআই (CBI)। বিগত ৫ বছরে গোয়াতে দুর্নীতি বিষয়ক কোনও মামলাই নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। সিবিআই আধিকারিকদের মতে তাঁদের গোয়াতে (Goa) তেমন কোনও কাজই নেই। কয়েকটি অতি সাধারণ হত্যা মামলা ছাড়া কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্ত করার মতো অভাব রয়েছে বলে জানা যাচ্ছে। এই সমস্যার সমাধান কিভাবে হবে তা ভাবতেই নাজেহাল আধিকারিকরা।

বৈচিত্রের দেশ ভারত। তেমনই বৈচিত্র রয়েছে এর প্রশাসনিক স্তরে। গতকালই খবর পাওয়া কলকাতায় নতুন গারদের সন্ধান করছে সিবিআই। পশ্চিমবঙ্গে মামলার চাপ এতটাই বেশি এবং অভিযুক্তের সংখ্যাও এত যে তা সামলাতে হিমশিম খাচ্ছেন দুঁদে আধিকারিকরাও। দিন প্রতি দওন বাড়ছে অভিযুক্তের সংখ্যা। ফলে বাড়াতে হচ্ছে গারদও। এমনকি তৈরি হচ্ছে নতুন অফিসও। অপরদিকে, গোয়ায় এক রকম ছুটিই কাটাচ্ছেন সিবিআই আধিকারিকরা। কারণ তাঁদের হাতে তো কোনও মামলাই নেই তদন্ত করার মতো।

সিবিআই সূত্রে খবর গোয়ায় কর্তব্যরত আছেন ৫ জন আধিকারিক। তাঁদের হাতে চার বা পাঁচটি মামলা রয়েছে। সিবিআই-এর সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিস আশীষ কুমার জানান, ‘বিগত ৫ বছরে গোয়াতে কোনও মামলাই সিবিআই এর হাতে আসে নি। এটা থেকে পরিস্কার যে গোয়াতে কোনও রকম দুর্নীতি হয়নি।’ তিনি আরও বলেন, ‘দুর্নীতি হচ্ছে এমন কোনও ফোনই দফতরে আসেনি। সাধারণ মানুষ বা সংবাদমাধ্যম, কেউই কোনও রকম অভিযোগ দায়ের করেনি। গোয়াতে কোনও দুর্নীতি হচ্ছে না। আর আমাদের এখানে কোনও দরকারও নেই।’

এর আগে সিবিআই-এর এসপি আশীষ কুমার সংবাদ মাধ্যমকে জানান, ‘বিগত ৫ বছরে আমাদের হাতে মাত্র ৩ টি মামলা এসেছে। এর মধ্যে ২টি মামলা কানাড়া ব্যাঙ্কের। সাধারণ ঋণ খেলাপ করার মামলা সেগুলি। আর একটি মামলা হিসাবের বাইরের অতিরিক্ত সম্পত্তির। বিগত ৪ বছরে ঘুষ নেওয়ার কোনও মামলাই আমাদের কাছে আসেনি।’ শেষবার ২০১৮ সালে ঘুষ নেওয়ার একটি মামলার অভিযোগ দায়ের হয় সিবিআই-এর কাছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর