৪০ পেরোলেই নো এন্ট্রি, যোগ দেওয়া যাবে না তৃণমূল যুবতে, সাফ জানালেন অভিষেক

বাংলাহান্ট ডেস্কঃ নতুন উদ্যোগে কাজ শুরু করেছে বাংলার (West bengal) তৃণমূল (All India Trinamool Congress)। তৈরি হচ্ছে নতুন টিম। দল থেকে বাদ যাচ্ছেন দুর্নীতিগ্রস্থরা। এরই মধ্যে অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) নির্ধারণ করলেন তৃণমূল যুব সংগঠনে থাকার বয়স সীমা। অর্থাৎ ঠিক কত বছর বয়স অবধি মানুষেরা এই দলে যোগদান করতে পারবেন।

নতুন করে দল সাজাচ্ছে তৃণমূল
আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে দলে চলছে ঝাড়াই বাছাইয়ের পর্ব। বাদ যাচ্ছে দুর্নীতিগ্রস্থরা, সেখানে জায়গা পাচ্ছে নতুন মুখ। আবার কোথাও দলের মধ্যেই ঘটছে বড়সড় পরিবর্তন। দলের সাধারণ সদস্যকে আবার করা হচ্ছে দলের সভাপতি। সবকিছু মিলিয়ে প্রস্তুতি তুঙ্গে।

abhishek 1

স্থান নেই ৪০ উর্দ্ধদের
এই তুঙ্গে থাকা প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার নতুন জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক সারলেন অভিষেক বন্দোপাধ্যায়। বৈঠকে ঠিক হল দলের সদস্যদের বয়স নির্বাচনের বিষয়ে। অভিষেক বন্দোপাধ্যায় জানালেন, ‘যুব দলে শুধুমাত্র যুবরাই থাকতে পারবে। এই দলে ৪০ বছরের উর্দ্ধে ব্যক্তিদের প্রবেশ নিষেধ। আগামী ১০ ই আগস্টের মধ্যে যুব জেলা সভাপতিদের উপর নতুন তালিকা প্রস্তুতের দায়িত্ব দেওয়া হচ্ছে’।

বাদ যাবে দুর্নীতিগ্রস্থরা
ইতিমধ্যেই তৃণমূলের যুব সংগঠনে ৫ লক্ষেরও বেশি সদস্য যুক্ত হয়ে গেছেন। এরই মধ্যে তাঁদের কাজও নির্ধারণ করে দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, যদি কোন সদস্য আমফান দুর্নীতির সাথে যুক্ত থাকেন, তাঁকে যেন অবিলম্বে দল থেকে বাদ দেওয়া হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর