আর নিন্দা করা যাবে না অশ্বিনের, ICC-র নতুন নিয়ম অনুযায়ী বৈধ মানকড়ি‍ং

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সুনীল গাভাস্কার এই বিষয় নিয়ে অনেকদিন আগে থেকে আপত্তি করে আসছিলেন। তিনি হয়তো এবার একটু স্বস্তি পাবেন। ভারতের ক্রিকেট ইতিহাসের প্রথম দিকের তারকা ভিনু মানকড়ের নাম অনেকেই শুনে থাকবেন। একটি বিশেষ কারণে তিনি ক্রিকেট ইতিহাসে অমর হয়ে গিয়েছিলেন যা একেবারেই পছন্দের ছিল না সুনীল গাভাস্কারের।

১৯৪৮ সালের অস্ট্রেলিয়া সফরে অজি কিপার বিলি ব্রাউনকে একটি অদ্ভুত কায়দায় আউট করেছিলেন যার সেই সময়ে বিশ্ব ক্রিকেটে খুব একটা পরিচিত ছিল না। তিনি বল করতে আসার আগেই ক্রিস ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বিলি। এই দেখে ভিনু নন স্ট্রাইকার প্রান্তের বেল তুলে নেন এবং ব্রাউনকে আউট করে নেন। যদিও নিয়ম অনুযায়ী মনটা যে করা যাবে না তা কোনোভাবেই বলা ছিল না কিন্তু অস্ট্রেলিয়ান মিডিয়া বিষয়টিকে নিয়ে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ শুরু করে এবং এই জাতীয় আউটকে নাম দেয় মানকড়িং। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুই দেশের সংবাদ মাধ্যমে বিষয়টি ক্রিকেটীয় ভাবমূর্তির বিরোধী বলে প্রচার করতে থাকে।

কিছু বছর আগে আইপিএল চলাকালীন রাজস্থান রয়্যালস বনাম রবিচন্দ্রন অশ্বিন এবং জস বাটলারের মধ্যে হওয়া বিতরকের কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। বাটলার কৃষ ছেড়ে এগিয়ে যাওয়া মাত্রই ওপেন ডেলিভারি না করে স্ট‍্যাম্পের বেল তুলে নেন যা নিয়ে বিতর্ক কম হয়নি। অসিনকে সেবারও ইংল্যান্ডের সংবাদমাধ্যম কড়া ভাষায় আক্রমণ করেছিল।

কিন্তু এইবার থেকে এই ধরনের আউট করার মধ্যে ক্রিকেটীয় ভাবমূর্তি বিরোধী কিছু থাকছেন না। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী নন-স্ট্রাইকার যদি বোলার বল করার আগে ক্রিস থেকে বেরিয়ে যায় তাহলে বোলারের পূর্ণ অধিকার থাকছে বল না করে সেই ব্যাটারকে রান-আউট করার।

সত্যি কথা বলতে এতে বাধা-নিষেধ কোনদিনই ছিল না। শুধুমাত্র বিষয়টি আইসিসির আনফেয়ার প্লে রুলের অন্তর্গত ছিল। কিন্তু এখন সেটিকে সরিয়ে আনফেয়ার প্লে সেকশন থেকে রান আউট সেকশনে তুলে আনা হয়েছে। আরও সঠিক নিয়ম পরিবর্তনের সঙ্গে মধ্যে এটিও একটি পরিবর্তন যা সম্প্রতি আইসিসি করেছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর