অসমে এই প্রথম শাসক দলে নেই কোনও মুসলিম বিধায়ক

বাংলাহান্ট ডেস্কঃ অসমে আবারও ক্ষমতায় এসেছে বিজেপি। অসমে গেরুয়া দলের ফের ক্ষমতায় আসার পর এটা স্পষ্ট হয়েছে যে, অসমে NRC, CAA আর কৃষি আন্দোলনের কোনও প্রভাব পড়েনি। এটাও স্পষ্ট হয়েছে যে, অসমের মানুষ সিএএ আর এনআরসি চায়। তবে এবার অসমে বিজেপির যেই ৬০ জন বিধায়ক জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে একজনও মুসলিম বিধায়ক নেই। গতবারের বিজেপি সরকারে একমাত্র মুসলিম বিধায়ক ছিলেন আমিনুল হক লস্কর। তিনি এবার পরাজিত হয়েছেন।

aminul 2
আমিনুল হক লস্কর

এমনকি বিজেপি বাদেও বিজেপি জোট সঙ্গীরা যেই ১০ আসনে জয়লাভ করেছে, সেখানেও একজন মুসলিম বিধায়ক নেই। তবে এটা নয় যে, অসম এবার মুসলিম বিধায়ক পায়নি। বিরোধী শিবিরে এবার মুসলিম বিধায়কদের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কংগ্রেস জোটে ৩১ জন বিধায়ক জয়ী হয়েছেন। যার মধ্যে কংগ্রেসের ১১৬ জন আর বজরুদ্দিন আজমলের দলের ১৫ জন বিধায়ক জয়ী হয়েছেন।

Badruddin Ajmal
Badruddin Ajmal

তবে বিজেপি যে এবার মুসলিম প্রার্থী দেয়নি তাও না। বিজেপি এবার ৮ জন মুসলিমকে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়েছিল। কিন্তু তাঁরা সংখ্যালঘু এলাকায় ভোট পায়নি বললেই চলে। কংগ্রেস আর বজরুদ্দিনের দল মুসলিম ভোট নিজেদের পকেটে করতে সফল হয়েছে। যার জেরে এবার অসমের শাসক দল মুসলিম বিধায়ক শূন্য হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর