কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের যোগ্যতা নেই ভারত, অস্ট্রেলিয়ার মত দেশের হয়ে ক্রিকেট খেলার: প্রাপ্তন পাকিস্তানি ক্রিকেটার।

প্রাপ্তন পাকিস্তানী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ এবার নিজের দেশের ক্রিকেটারদের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। তার মতে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের যোগ্যতা নেই ভারত, অস্ট্রেলিয়া দেশের মত দলের হয়ে ক্রিকেট খেলার। শুধুমাত্র পাকিস্তান বলেই অনেক কম প্রতিভা থাকার সত্ত্বেও তারা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন।

নিজের দেশের ব্যাটসম্যানদের উপর বিরক্তি প্রকাশ করে জাভেদ মিয়াঁদাদ বলেন আমার একটাই প্রশ্ন আমাদের দেশের কোনো ব্যাটসম্যানের কি যোগ্যতা আছে ক্রিকেট বিশ্বের প্রথম সারির দেশগুলি অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার হয়ে খেলার। আমার মনে হয় না পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের যোগ্যতা আছে প্রথম সারির দলগুলির হয়ে খেলার।

218800977f0b32b98b08b1c3b363b5024394e3fb1

তিনি বলেছেন, পাকিস্তানে অবশ্যই ভালো মানের বোলার রয়েছে কিন্তু কোনো ভালো ব্যাটসম্যান নেই। এই মুহুর্তে পুরো পৃথিবী চলছে পেশাদার ভঙ্গিতে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন অনেক পিছনে পড়ে আছে। পাকিস্তান ক্রিকেট দলে কোনো ব্যাটসম্যান একটা সেঞ্চুরি করলে তাকে পরবর্তী দশ ম্যাচে এমনিতেই সুযোগ দেওয়া হয়। এই ধারনাটাই বদলাতে হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর