রাজ্যে BMW কারখানা খুলবে বলে জানান মুখ্যমন্ত্রী! ‘মিথ্যা দাবি” বলে পরিস্কার জানাল সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : পাঞ্জাবের রাজনীতিতে ইতিমধ্যেই নতুন ইনিংস শুরু করেছে আপ সরকার। জনগণের উদ্দেশ্যে বেশ কিছু নতুন পরিকল্পনার কথা ঘোষণাও করা হয়েছে। তবে এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর (Chief Minister) মন্তব্যের জেরে বিপাকে পড়ল সরকার। পাঞ্জাবে নতুন কোনও গাড়ি কারখানা তৈরীর পরিকল্পনা নেই বিএমডব্লিউয়ের। স্পষ্টভাবে এক বিবৃতি জারি করে তারা এই কথা জানিয়েছে। এই বিবৃতি সামনে আসার পর রীতিমতো অস্বস্তিতে পাঞ্জাবের আম আদমি পার্টি সরকার।

গত মঙ্গলবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান দাবি করেন পাঞ্জাবের সরকার সুদূর জার্মানি থেকে বিনিয়োগ আনতে চলেছে। একটি টুইটে তিনি লিখেন, “তাদের সরকারের কথা হয়েছে বিশ্ব বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিএমডব্লিউর আধিকারিকদের সাথে। বিএমডব্লিউ কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা পাঞ্জাবি গাড়ির যন্ত্রাংশের কারখানা তৈরি করতে আগ্রহী।”

সরকারের এই দাবির পর মুখ খোলে বিএমডব্লিউ সংস্থার ভারতের ইউনিট। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে আগামী দিনে পাঞ্জাবে কারখানা খোলার কোন পরিকল্পনা তাদের নেই। বিএমডব্লিউর এই বিবৃতি আসার পর রীতিমতো বিরোধীদের আক্রমণের শিকার হয় পাঞ্জাবের আপ সরকার। পাঞ্জাবের কংগ্রেস নেতা পরগাট সিং জানান, “বিএমডব্লিউ কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর ঘোষণাকে অস্বীকার করেছে। এই বিষয়ে তার জবাবদিহি করা উচিত। এই মিথ্যে তিনি প্রচার পাওয়ার জন্য বলেছেন নাকি এটা তার স্বভাবসিদ্ধ তা পরিষ্কার হওয়া দরকার।”

bhagwant mann bmw

চরম অস্বস্তিতে পড়ার পর আপ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বিএমডব্লিউর জার্মানির সদর দপ্তরের সাথে এখানকার সরকারের কথা হয়েছে। ভারতের শাখা দপ্তর এই বিষয়ে কিছু জানে না। আগামী বছর ফেব্রুয়ারি মাসে সংস্থার পাঞ্জাবে এসে বৈঠক করার কথা রয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর