স্বামী মাদকাসক্ত, নারীর নেশায় মত্ত! নোবেলকে ডিভোর্সের নোটিশ পাঠালেন স্ত্রী সালসাবিল

বাংলাহান্ট ডেস্ক: ভাঙতে বসেছে দাম্পত‍্য জীবন। স্ত্রী সালসাবিলের কাছ থেকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পেলেন বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল (noble)। তাঁকে মানসিক ভাবে অসুস্থ বলে দাবি করে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন সালসাবিল। সেকথা আবার ঘটা করে সোশ‍্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন নোবেল।

গায়কের স্ত্রীর অভিযোগ, নোবেল মাদকাসক্ত এবং মানসিক অসুস্থতা রয়েছে তাঁর। নারীসঙ্গও করেন তিনি। এমনকি স্ত্রীর উপরেও নাকি বহুবার নির্যাতন চালিয়েছেন নোবেল। সমস্ত প্রমাণ সহযোগেই ডিভোর্সের জন‍্য আবেদন করেছেন সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর তিনি ডিভোর্সের আবেদন করেছেন বলে খবর।

jpg 5 3
অপরদিকে নোবেলের দাবি একেবারেই উলটো। টাকার জন‍্য নাকি তাঁকে প্রাণে মারতে চেয়েছিলেন সালসাবিল। এমনকি তাঁর গানের কেরিয়ার শেষ করে দিতেও শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি। তাতে অকৃতকার্য হয়েই এই ডিভোর্সের পদক্ষেপ। পালটা চ‍্যালেঞ্জ ছুঁড়ে নোবেল দাবি করেছেন, আরো সুন্দরী ও ভাল মেয়েকে এবার বিয়ে করবেন তিনি।

এর আগে নোবেল দাবি করেছিলেন, তিনি বাবা হতে চলেছেন। এদিকে তাঁর স্ত্রীর দাবি ছিল তিনি অন্তঃসত্ত্বা নন। তাঁকে কোনো কিছু না জানিয়েই সোশ‍্যাল মিডিয়ায় বাবা হতে চলার খবর জানিয়ে দিয়েছেন গায়ক। এরপর গায়কের বক্তব‍্য ছিল, তাঁর স্ত্রী সালসাবিল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষ্মণগুলো জানিয়েছিলেন তাঁকে।

তাতেই উত্তেজিত হয়ে সোশ‍্যাল মিডিয়ায় সুখবর জানান নোবেল। মাত্র ২৩ বছর বয়সে বাবা হতে চলার আনন্দ ধরে রাখতে পারেননি তিনি। কিন্তু নোবেলের দাবি, তাঁর এই কাজে ক্ষুব্ধ হয়ে স্ত্রী এখন গর্ভপাত করানোর হুমকি দিচ্ছেন।

সোশ‍্যাল মিডিয়ায় নোবেল লেখেন, ‘স্টেটাসটি দেয়ার কিছুক্ষণের মধ্যে আমার স্ত্রী, সালসাবিল আমাকে ফোন করে বাচ্চা “এবর্শন” করে ফেলবে, এই হুমকি দেয়। কারণ আমি নাকি তাঁর বাচ্চার বাবা হবার যোগ্য না। আমার অনেক হেটার্স! অনেক কন্ট্রোভার্সি। ব্যাংক ব্যালেন্স এই মুহূর্তে একটু কম। আমার স্ত্রীর পিতৃপক্ষ কোনভাবেই আমাদের বিয়ে টিকতে দেবেনা। এমনকি আমার ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর