বিশ্ব বাজারে ফের আধিপত্য বিস্তারের পথে Nokia, রেকর্ড স্মার্টফোন বিক্রি বাড়াল সবার চিন্তা

বাংলা হান্ট ডেস্কঃ মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাগুলির শিপমেন্ট দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকের ৬% বৃদ্ধি পেয়েছে। Counterpoint-এর রিপোর্ট অনুযায়ী, ফিনল্যান্ডের স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি Nokia এই তিন মাসে রেকর্ড পরিমাণ স্মার্টফোন বিক্রি করেছে।

এই সংস্থা বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। জানা গিয়েছে স্যামসাং ২০% মার্কেট শেয়ারের সাথে এই বারও বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ডের স্থানটি ধরে রেখেছে। এর পরে দ্বিতীয় স্থানে আছে ১৪% মার্কেট শেয়ার পেয়েছে অ্যাপল আর তৃতীয় স্থানে ১৩% মার্কেট শেয়ার নিয়ে আছে শাওমি। এছাড়া BBK Electronics -এর আওতায় থাকা ওপ্পো, ভিভো, ওয়ানপ্লাস, রিয়েলমি এই জনপ্রিয় ব্র্যান্ডের শেয়ার মিলিয়ে মোট ২৫% শিপমেন্ট হয়েছে।

Counterpoint, Nokiamob কে জানিয়েছে, ২০২১ সালের তৃতীয় কোয়ার্টারে প্রায় ৩ মিলিয়ন সংখ্যক স্মার্টফোন শিপিং সম্পন্ন করেছে Nokia, যা কিনা চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় ১২% বৃদ্ধি হয়েছে৷ অন্যদিকে, ২০২০-র তৃতীয় ত্রৈমাসিকের সাথে তুলনা করলে এই শিপমেন্টের হার ৩৭% বৃদ্ধি পেয়েছে, যা ফের আবার নোকিয়ার জনপ্রিয়তাকে বাড়িয়ে তুলেছে বলে প্রমাণিত হয়েছে।

nokia smartfone

বর্তমানে, গ্লোবাল স্মার্টফোন নির্মাতাদের র‌্যাঙ্কিংয়ের পরিপ্রেক্ষিতে নোকিয়া এখন চতুর্দশ স্থানে রয়েছে। নোকিয়া ফোনের এই বিপুল মার্কেট মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং উত্তর আমেরিকার দেশগুলি দ্বারা অনেকাংশেই বৃদ্ধিকে প্রভাবিত করেছে। আবার, ফিচার ফোনগুলির ক্ষেত্রে Nokia দ্বিতীয় বৃহত্তম ফিচার ফোন বিক্রেতা হিসেবে উঠে এসেছে। Nokia, এখন বিশ্বের একাদশ বৃহত্তম ফোন বিক্রেতা সংস্থায় পরিণত হয়েছে।

সম্পর্কিত খবর