ফিরছে নস্টালজিয়া! ফের লঞ্চ হচ্ছে Nokia-র ২৫ বছরের পুরনো ফোন, রয়েছে 4G সহ দুর্দান্ত সব ফিচার্স

বাংলা হান্ট ডেস্ক: Nokia-র হাত ধরে ফিরল নস্টালজিয়া। ইতিমধ্যেই এই সংস্থা ২৫ বছর আগে লঞ্চ করা একটি অন্যতম জনপ্রিয় ফোন নতুন ফিচার্স সহ লঞ্চ করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Nokia-র এই ফিচার ফোনে 4G নেটওয়ার্ক থেকে শুরু করে YouTube Shorts-এর মতো ফিচার রয়েছে। শুধু তাই নয়, এই ফোনের লুকেও একটা বড় পরিবর্তন দেখতে পাবেন। উল্লেখ্য যে, Nokia সম্প্রতি ৩ টি স্মার্টফোন লঞ্চ করেছে সেগুলি হল Nokia 215, Nokia 225 এবং Nokia 235। যেগুলিতে YouTube Shorts-এর ফিচার 4G কানেক্টিভিটি সাপোর্ট উপলব্ধ রয়েছে। এমতাবস্থায় চলুন জেনে নিই, Nokia-র অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রি হওয়া Nokia 3210 (2024)-এর ফিচার্স সম্পর্কে।

প্রথমেই জানিয়ে রাখি যে, Nokia 3210 ফোনটি কোম্পানির তরফে 1999 সালে লঞ্চ করা হয়। এই ফোনটির 25 বছর পূর্ণ হওয়ার পর, HMD (হিউম্যান মোবাইল ডিভাইস) এটি একটি নতুন স্টাইলে এটিকে লঞ্চ করেছে। আপাতত ৩ টি রঙের বিকল্পে Nokia-র এই 4G ফিচার ফোনটি উপলব্ধ রয়েছে। সেগুলি হল-Y2K Gold, Grunge Black এবং Scuba Blue। এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে EUR 89 (প্রায় 8,000 টাকা)।

Nokia 3210 (2024)-এর ফিচার্স: Nokia 3210 (2024)-এ রয়েছে 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে। এই ফোনটি Unisoc T107 প্রসেসরে কাজ করে। এর পাশাপাশি, এই ফোনে 64MB RAM এবং 128MB-র ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট থাকবে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 32 GB পর্যন্ত বাড়ানো যাবে। Nokia-র ফোনটি S30+ অপারেটিং সিস্টেমে কাজ করে। এটিতে USB টাইপ সি চার্জিং বৈশিষ্ট্য সহ 1,450mAh-এর একটি ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: সিট কনফার্ম হওয়া সত্বেও দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়েছে সফর, যাত্রীর অভিযোগে ২ লক্ষের জরিমানা রেলের

কোম্পানি দাবি করেছে যে এই ফোনটি ফুল চার্জে 9.8 ঘন্টা টকটাইম প্রদান করে। এই স্মার্টফোনটি ডুয়াল 4G সিম কার্ডও সাপোর্ট করে। এর পাশাপাশি ব্লুটুথ 5.0 ও 3.5 মিমি অডিও জ্যাকের মতো বৈশিষ্ট্যও এতে দেওয়া হয়েছে। এই আইকনিক 4G ফিচার ফোনটি একটি 2MP রিয়ার ক্যামেরা সহ উপলব্ধ হয়েছে। এই ফোনের পেছনে LED ফ্ল্যাশ লাইটও দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে FM রেডিও, MP3 প্লেয়ার ক্লাউড অ্যাপের ফিচার্সও রয়েছে।

আরও পড়ুন: Google Pay থেকে সম্পূর্ণ আলাদা! ভারতে লঞ্চ হল Google Wallet, সহজেই করা যাবে এই কাজগুলি

লঞ্চ হয়েছে Nokia 220 4G: প্রসঙ্গত উল্লেখ্য, Nokia আরও একটি 4G ফিচার ফোন Nokia 220 4G নিয়ে এসেছে। যেটি Nokia 3210 (2024)-এর মতো প্রায় একই ফিচার্স সহ উপলব্ধ হয়েছে। এই ফোনে একটি 2.8 ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে এবং এর পেছনে কোনও ক্যামেরা নেই। জানা গিয়েছে যে, Nokia-র এই ফোনগুলি এখনও ভারতে উপলব্ধ না হলেও শীঘ্রই এগুলি ভারতেও লঞ্চ হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর