এবার iPhone-কে টক্কর দিয়ে বাজারে আসছে Nokia-র দুর্দান্ত স্মার্টফোন, অবাক করে দেবে এর ফিচার্স

বাংলা হান্ট ডেস্ক: মোবাইলপ্রেমীদের জন্য একটি বড় খবর সামনে এল। জানা গিয়েছে, এবার iPhone-কে টক্কর দিতে দুর্দান্ত একটি স্মার্টফোন লঞ্চ করছে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা Nokia। ইতিমধ্যেই ওই স্মার্টফোন সম্পর্কিত বেশকিছু তথ্যও সামনে এসেছে। যেগুলি জানার পর তুমুল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে টেকপ্রেমীদের মনে। শুধু তাই নয়, অনেকেই মনে করছেন যে, Nokia-র এই নতুন ফোন সরাসরি টক্কর দেবে iPhone-এর সাথেও। বর্তমান প্ৰতিবেদনে ওই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

নতুন স্মার্টফোন নিয়ে আসছে Nokia: মূলত, সংস্থার তরফে এবার যে স্মার্টফোনটি নিয়ে আসা হচ্ছে সেটির নাম হল Nokia Magic Max। এই শক্তিশালী স্মার্টফোনটিতে একাধিক দুর্দান্ত ফিচার্স উপলব্ধ রয়েছে। জানা গিয়েছে, এই মোবাইলে থাকছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। যা 120 Hz রিফ্রেশ রেট সহ উপলব্ধ থাকে। এর পাশাপাশি আপনি এই স্মার্টফোনে Corning Gorilla Glass 7-এর প্রোটেকশনও পাবেন।

Nokia Magic Max-এর দুর্দান্ত স্টোরেজ: উল্লেখ্য যে, এই স্মার্টফোনে আপনি Android 13 অপারেটিং সিস্টেম দেখতে পাবেন। পাশাপাশি আপনি এতে Qualcomm Snapdragon 8 Gen 2 5G প্রসেসরও পাবেন। শুধু তাই নয়, Nokia Magic Max-এ 8GB/ 12GB/ 16GB RAM-এর বিকল্প এবং 256GB/ 512GB ইন্টারনাল স্টোরেজের বিকল্পও উপলব্ধ রয়েছে।

ক্যামেরা: এবার যদি আমরা এই স্মার্টফোনটির ক্যামেরার দিকে নজর দিই তাহলে জানাতে হবে Nokia Magic Max-এর পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রধান ক্যামেরাটি হল 144 মেগাপিক্সেলের। এছাড়াও, 64MP+48MP-এর আরও দু’টি ক্যামেরা রয়েছে।

শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ: Nokia Magic Max স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত। এই ফোনে রয়েছে 7950mAh-এর নন-রিমুভেবল ব্যাটারি। শুধু তাই নয়, এই ফোনে আপনি পেয়ে যাবেন 180W Fast Charging-এর সুবিধাও। পাশাপাশি রয়েছে USB টাইপ সি চার্জিং পোর্টও।

whatsapp image 2023 03 02 at 6.35.37 pm

দাম: এমতাবস্থায় মনে করা হচ্ছে যে, ভারতীয় বাজারে এই দুর্দান্ত স্মার্টফোনটির দাম হতে পারে ৪৪,৯০০ টাকা। পাশাপাশি, Nokia Magic Max স্মার্টফোনটি লঞ্চ হতে পারে চলটি মাসের শেষের দিকেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর