টাইমলাইনবিনোদন

টেক্কা দেওয়ার ক্ষমতা নেই, ভাবমূর্তি নষ্ট করতে মিথ‍্যে অভিযোগ! জ‍্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা নোরার

বাংলাহান্ট ডেস্ক: প্রতারক সুকেশ চন্দ্রশেখর মামলা আরো ঘোরতর হয়ে উঠছে দিনের পর দিন। ইতিমধ‍্যেই বলিউডের দুই নামী তারকা জ‍্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং নোরা ফতেহির (Nora Fatehi) নাম উঠে এসেছে এই মামলায়। দুজনেই পুলিসি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন। এবার সহ অভিনেত্রী জ‍্যাকলিনের বিরুদ্ধেই মানহানির মামলার অভিযোগ করলেন নোরা।

মানহানির মামলায় জ‍্যাকলিনকে ‘পয়লা নম্বর অভিযুক্ত’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। মামলায় নোরা দাবি করেছেন, ইন্ডাস্ট্রিতে তাঁর সঙ্গে এঁটে উঠতে না পেরেই নানা ভাবে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে। এতে তাঁর কাজের ক্ষতিও হচ্ছে। জ‍্যাকলিনের সরাসরি নাম না করেও তাঁর দিকেই আঙুল তুলেছেন অভিনেত্রী।


জ‍্যাকলিন ছাড়াও কয়েকটি সংবাদ মাধ‍্যমের বিরুদ্ধেও মানহানির মামলা দায়ের করেছেন নোরা। মামলায় আরো দাবি করা হয়েছে, প্রাথমিক ভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো করেছিলেন ‘পয়লা নম্বর অভিযুক্ত’ অর্থাৎ জ‍্যাকলিন। তারপর তা অন‍্যরা আরো ছড়িয়ে দেয়। সবটাই নোরার আর্থিক, সামাজিক এবং ব‍্যক্তিগত পতনের জন‍্য জ‍্যাকলিনের ষড়যন্ত্র ছিল বলে দাবি করা হয়েছে।

দিল্লির এক আদালতে দায়ের হয়েছে মানহানির মামলা। উল্লেখ‍্য, দিল্লির আদালতে ২০০ কোটির প্রতারণা মামলারও শুনানি চলছে। তবে এই মামলার আগামী শুনানির তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে।

প্রসঙ্গত, এর আগে ইডির কাছে জ‍্যাকলিন স্বীকার করেছিলেন, চন্দ্রশেখর তাঁকে কিছু বহুমূল‍্য উপহার দিয়েছিলেন। তার মধ‍্যে চারটি ডিজাইনার ব‍্যাগ, তিন জোড়া ডিজাইনার জুতো, সুগন্ধি, চারটি বিড়াল, একটি ৫২ লাখ টাকার ঘোড়া, দুটো হীরের কানের দুল, একটি হীরের ব্রেসলেট, একটা মিনি কুপারের মতো উপহার ছিল। ইডি দাবি করেছিল, সব মিলিয়ে প্রায় ১০ কোটি টাকার উপহার নিয়েছিলেন জ‍্যাকলিন।

তিনি যদিও দাবি করেছেন, চন্দ্রশেখরের অপরাধের ব‍্যাপারে তিনি কিছুই জানতেন না, কিন্তু ইডি সেকথা মানতে নারাজ। তদন্তকারীদের দাবি, সুকেশের অপরাধমূলক কাজকর্ম, এমনকি তিনি বিবাহিত জেনেও শুধুমাত্র অর্থের লোভে সম্পর্কে জড়িয়েছিলেন জ‍্যাকলিন। এমনকি বিয়েও করতে চেয়েছিলেন প্রতারককে।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker