দাপিয়ে বৃষ্টি! রাজ্যের ৫ জারি লাল সতর্কতা, আজ কোথায় কোথায় রেকর্ড বর্ষণের পূর্বাভাস?

বাংলা হান্ট ডেস্ক: গত সপ্তাহ থেকে রাজ্য জুড়ে চলছে ঝড়-বৃষ্টির তাণ্ডব। দুর্যোগের মুখোমুখি একাধিক এলাকা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ মিটার উচ্চতায় অবস্থান করছে। যার জেরে বৃষ্টি চলছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করলেও আগামী ৪৮ ঘণ্টায় এটি বাংলাদেশের দিকে সরে যাবে। যার জেরে ক্রমশ শক্তি হারাবে নিম্নচাপ। তবে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়।

শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে গোটা রাজ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: ‘১৯ মাস ধরে তদন্তই করে চলেছেন’, নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতির ভর্ৎসনার মুখে ED-র ডিরেক্টর

আগামীকাল ও রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে। তবে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমবে। সোমবার থেকে আরও কমবে বৃষ্টি। শুক্রবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সতর্কতা জারি রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

weather

শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গেরও (South Bengal) একাধিক জেলায় জারি রয়েছে সতর্কতা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আপাতত দুই বঙ্গেই তাপমাত্রা কম থাকবে। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে। তাই আপাতত তাপমাত্রার বৃদ্ধি ঘটবে না। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর