বড় সিদ্ধান্ত Indian Railways-র লক্ষ লক্ষ মানুষ পেতে চলেছেন সুবিধা

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল রেলওয়ে (Indian Railways)  পরিষেবা। তবে এখন ধীরে ধীরে করোনার মামলা কমতে শুরু করেছে যার জেরে ইতিমধ্যেই বেশ কিছু ছাড় দিতে শুরু করেছে রেলওয়ে। ইতিমধ্যেই ইস্টার্ন রেলওয়ে বেশ কিছু বিশেষ ছাড় চালু করেছে, এবার একই পদ্ধতি অবলম্বন করল নর্দান রেলওয়েও। উত্তর রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া মাসিক পাস আবার চালু করতে চলেছে তারা।

করোনার কারণে রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় মাসিক পাসগুলিও অবৈধ হয়ে গিয়েছিল। কারণ এ ধরনের পাসগুলির বৈধতার মেয়াদ সাধারণত তিন মাস। তারপরে তা পুনর্নবীকরণ বা রিনিউ করাতে হয়। কিন্তু করোনার কারণে পাস রিনিউ করা সম্ভব হয়নি। এবার এই সুবিধা আবার চালু করল নর্দান রেলওয়ে। রেলওয়ে তরফে জানানো হয়েছে, এর জন্য কোন অতিরিক্ত চার্জ ধার্য করা হবে না, দূরত্বও একই থাকছে। তবে এখনই দূরপাল্লার ভ্রমণের অনুমতি দিচ্ছে না এমসিটি।

পাসের জন্য মোট ৫৬ টি রেলের একটি তালিকা জারি করেছে উত্তর রেলওয়ে। এর মধ্যে রয়েছে বেশকিছু এক্সপ্রেস এবং মেল ট্রেন। এছাড়া EMU, DEMU, MEMU এবং যাত্রীবাহী ট্রেন তো রয়েছেই। রেলওয়ে তরফে জানানো হয়েছে, আগের মতই ১০ কেজি লাগেজ বহন করতে পারবেন যাত্রীরা। রেলওয়ের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ চাকরিরত মানুষ, যারা এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করেন জীবিকার সন্ধানে।

indian railways history

উত্তর রেলের মুখপাত্র দীপক কুমার বলছেন, যাত্রীদের সুবিধার জন্য আবারও এমএসটি -তে ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে এই পরিষেবা। এর জন্য যাত্রীদের আলাদা কোন চার্জ দিতে হবে না। আগের মত একই চার্জে যাতায়াত করতে পারবেন তারা। দিল্লি বিভাগের অধীনে ৩৩ টি, ফিরোজপুর বিভাগের ১০ টি, লখনউয়ের ৫ টি, মুরাদাবাদের ৬ টি এবং আম্বালা বিভাগের ৪ টি মেল এবং এক্সপ্রেসে আপাতত এই সুবিধা লাগু করেছে উত্তর রেলওয়ে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর