বলিউডের দৌলতেই খ্যাতি, কিন্তু রানি মুখার্জির প্রথম ছবি ছিল এই বাঙালি সুপারস্টারের সঙ্গে! জানতেন?

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের দাপুটে অভিনেত্রীদের মধ্যে অন্যতম রানি মুখার্জি (Rani Mukerji)। হিন্দি ছবির জগতে যেসমস্ত বাঙালি কন্যে ছক ভেঙে নিজের ছাপ রেখেছেন, রানি তাঁদের মধ্যে প্রথম সারিতেই থাকবেন। ফিল্মি পরিবারে বড় হওয়া, তুতো বোনদেরও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে দেখেছেন তিনি। বোন কাজল এবং তনিশা মুখার্জি অভিষেক করেছেন হিন্দি সিনেমা দিয়ে। কিন্তু বাঙালি রানির ভাগ্যে লেখা ছিল বাংলা ছবিই।

হ্যাঁ, বলিউডেই মূলত সিনেমা করেছেন রানি। ওই ইন্ডাস্ট্রিই তাঁকে এনে দিয়েছে জনপ্রিয়তা। শাহরুখ খান, সলমন খান, সইফ আলি খান, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, আমির খানের মতো প্রথম সারির প্রায় সমস্ত নায়কদের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। সে সময়ে বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছিলেন রানি।

rani mukerji

কিন্তু জানলে অবাক হবেন, কোনো বলিউড অভিনেতা নয়। বরং এক টলিউড সুপারস্টারের সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করেন রানি। একটি বাংলা ছবির হাত ধরেই প্রথম বার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সেই ছবিটিও সুপারহিট হয়েছিল। জানেন সেটা কোন ছবি? আর রানির প্রথম নায়কই বা কে ছিলেন?

তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ছবিটির নাম ছিল ‘বিয়ের ফুল’। ১৯৯৬ সালে প্রথম মুক্তি পায় নবাগতা রানি এবং প্রসেনজিৎ অভিনীত বিয়ের ফুল। সে সময়ে রানির বয়স মোটে ১৮ বছর। অন্যদিকে প্রসেনজিৎ তখন ৩৪ বছরের হ্যান্ডসাম নায়ক। দুজনের অনস্ক্রিন জুটি বেশ হিট হয়েছিল। ছবির গানগুলি আজো জনপ্রিয় রয়েছে সিনেপ্রেমীদের মাঝে। ছবির পরিচালনা করেছিলেন রানির বাবা রাম মুখার্জি।

উল্লেখ্য, ওই একই বছরে হিন্দি ছবিতেও ডেবিউ করেন রানি। শাদাব খানের বিপরীতে ‘রাজা কি আয়েগি বারাত’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবিতেও একজন ধর্ষিতা নারীর মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছিলেন রানি। তারপর থেকে আর হাত গুটিয়ে বসে থাকতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবিতে অভিনয় করে উজ্জ্বল কেরিয়ার গড়ে তোলেন রানি।

শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে। ছবির বিষয়বস্তু নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হলেও রানির অভিনয় ছাপ ফেলেছিল দর্শক মনে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর